আজকাল ওয়েবডেস্ক: নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি। শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে জঘন্য হারের দায় নিয়ে সরে গেলেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক। লাল বলের ক্রিকেটে কিউয়িদের নতুন নেতা টম লাথাম। দু'বছর আগেই টেস্ট অধিনায়ক নির্বাচিত হন সাউদি। কিন্তু সাফল্য আসেনি। দলের স্বার্থের কথা ভেবেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাউদি জানান, নেতৃত্ব ছেড়ে নিজের পারফরমেন্সে ফোকাস করলে সেটাই দলের জন্য সবচেয়ে ভাল হবে। এর আগে ন'টি টেস্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে লাথামের। এবার পূর্ণ দায়িত্ব দেওয়া হল ওপেনিং ব্যাটারকে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজই তাঁর প্রথম পরীক্ষা। ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু। নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ভারত সফরের জন্য ১৫ জনের দলে থাকবেন সাউদি।
২০২২ সালের ডিসেম্বর থেকে ১৪টি টেস্টে নেতৃত্ব দেন সাউদি। তারমধ্যে ছ'টি জিতেছে, ছ'টি হেরেছে নিউজিল্যান্ড। দুটো টেস্ট ড্র হয়েছে। গত দু'বছর লাল বলের ক্রিকেটে পারফরমেন্স গ্রাফ নিম্নমুখী। গলে দু'ম্যাচের টেস্ট সিরিজে নাস্তানাবুদ হয় ব্ল্যাক ক্যাপস। তারপরই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কিউয়ি পেসার। সাউদি বলেন, 'আমার পুরো ক্রিকেট জীবনে দলের সাফল্যকে প্রাধান্য দিয়েছি। আমার বিশ্বাস, এই সিদ্ধান্ত দলের জন্য ভাল। আমি নিজের পারফরমেন্সে ফোকাস করতে চাই। আবার নিজের সেরাটা দিয়ে দলে অবদান রাখতে চাই। উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে টেস্ট জেতাতে চাই।' লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেটে সংগ্রহকারীর তালিকায় রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন সাউদি। ১০২ ম্যাচে ৩৮২ উইকেট নেন। গড় ২৯.৯। কোচ গ্যারি স্টেড অধিনায়ক হিসেবে সাউদির অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে মনে করছেন, বল হাতে নিজের কাজ চালিয়ে যাবেন তারকা পেসার। বর্তমানে সাদা বলের ক্রিকেটে কোনও অধিনায়ক নেই নিউজিল্যান্ডের। জুন মাসে নেতৃত্ব ছাড়েন কেন উইলিয়ামসন। বিদেশে টি-২০ লিগ খেলার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় পড়তে চাননি তিনি। তবে সাউদির মতো আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন উইলিয়ামসন।
