আজকাল ওয়েবডেস্ক: ইডেনে নতুন ইতিহাস রচনার মুখে তিলক বর্মা। বুধবার ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচে রেকর্ডের হাতছানি তরুণ বাঁ হাতির সামনে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর অপরাজিত শতরান করেন তিলক। টি-২০ ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে শতরানের হ্যাটট্রিক করতে পারেন ২২ বছরের উঠতি তারকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ম্যাচে ১০৭ এবং ১২০ রানে অপরাজিত ছিলেন। বুধবার ক্রিকেটের নন্দনকাননে শতরান করতে পারলে রেকর্ডবুকে প্রবেশ করবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেভারিট হিসেবে শুরু করলেও, কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইংল্যান্ড। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরে যাওয়ার পর তাঁদের ব্যাটন বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জুনিয়রদের ওপর। অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। মিডল অর্ডারে নির্ভরতা দিয়েছেন তিলক। বড় শট মারার পাশাপাশি ধরে খেলতে পারেন। যা সূর্যকুমার যাদবের ওপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। নিজের মতো খেলতে পারেন স্কাই। এদিন সঞ্জু স্যামসনের দিকেও নজর থাকবে। শেষ পাঁচ টি-২০ তে তিনটে শতরান রয়েছে। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন। তার জবাব দেওয়ার তাগিদ থাকবে সঞ্জুর।
