আজকাল ওয়েবডেস্ক: কাউন্টি ক্রিকেট খেলার ধুম পড়ে গিয়েছে। এবার হায়দরাবাদ ক্রিকেট সংস্থা নিশ্চিত করল, মুম্বই ইন্ডিয়ান্সের ২২ বছর বয়সী তারকা এবার কাউন্টি ক্রিকেট খেলবেন। তিনি তিলক ভার্মা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিলক খেলবেন হ্যাম্পশায়ারের হয়ে। তিলককে কাউন্টিতে খেলার সবুজ সঙ্কেত দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। 

তিলক খেলবেন হ্যাম্পশায়ারের হয়ে। সাই সুদর্শনও খেলবেন কাউন্টিতে। তিনি খেলবেন সারের হয়ে। আইপিএলে সাই সুদর্শন এমার্জিং প্লেয়ার হয়েছেন। দুই তরুণ ভারতীয় তারকাকে কাউন্টিতে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। 

হায়দরাবাদের ক্রিকেটার তিলক। প্রথম শ্রেণির ক্রিকেটে তিলক ভার্মা ২৮টি ইনিংসে ১২০৪ রান করেন। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে। তাঁর সর্বোচ্চ রান ১২১। 

জাতীয় দলের জার্সিতেও তিলক নজর কেড়েছেন। টিম ইন্ডিয়ার হয়ে ৪টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিলক। কাউন্টিতে ভাল খেললে লাল বলের ফরম্যাটে খেলার সম্ভাবনা বাড়িয়ে দেবে তিলকের। বিরাট কোহলি অবসর নেওয়ায় মিডল অর্ডারে জায়গা ফাঁকা রয়েছে। ফলে তিলকের সম্ভাবনা রয়েছে জাতীয় দলে ঢোকার। 

২০২৫ সালের আইপিএলে তিলক ভাল পারফরম্যান্স করতে পারেননি। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তিলক ভার্মা ৩৪৩ রান করেন।