আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের ফর্মে আছেন তিলক বর্মা। ইতিহাসের পাতায় নাম তুললেন তরুণ বাঁ হাতি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে পরপর তিনটি শতরান করলেন তিলক। শনিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬৭ বলে বিধ্বংসী ১৫১ রানের ইনিংস খেলেন উঠতি ভারতীয় ক্রিকেটার। প্রথম ভারতীয় হিসেবে টি-২০ তে দেড়শো রান করলেন তিলক। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে জোড়া শতরানের পর আবার সেঞ্চুরি। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভাঙাচোরা মেঘালয়ের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে অনবদ্য ইনিংস খেলেন তিলক। দক্ষতার পাশাপাশি পাওয়ার হিটিং। তাঁর ব্যাটে ভর করে ২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে হায়দরাবাদ।
এদিন অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন শটের প্রদর্শনী করেন তিলক। প্রথম থেকেই মারমুখী মেজাজে ছিলেন। ইনিংসে ১০টি ছয়, ১৪টি চার মারেন। স্ট্রাইক রেট ২২৫.৩৭। তারমধ্যে ৭৬.৮২ শতাংশ রান বাউন্ডারিতে। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ২.৮৯ বল অন্তর বাউন্ডারি হাঁকান। মাত্র ১১টি ডট বল খেলেন। হায়দরাবাদের ইনিংস তিনি কন্ট্রোল করেন। চার, ছয় মারার পাশাপাশি স্ট্রাইক রোটেটও করেন। ২৯ টি সিঙ্গলস এবং তিনটে দু'রান থেকেই যা স্পষ্ট। আইপিএলের মেগা নিলামের আগে তিলককে রিটেন করে মুম্বই ইন্ডিয়ান্স। নয়তো হাত কামড়াতে হতো তাঁদের। সদ্য শেষ হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে জোড়া শতরান করেন তিলক। প্রবেশ করেন আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে। এক লাফে একেবারে তিন নম্বরে উঠে আসেন তিলক। ভারতীয়দের মধ্যে তিনিই সবার প্রথমে। তাঁকে ভারতের টি-২০ ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছে।
