আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট বিক্রি চলতি সপ্তাহেই শুরু হবে। এবারের ফাইনাল খেলবে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারতকে ৩–১ হারিয়ে বর্ডার গাভাসকার ট্রফি জিতে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ২–০ পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। ১১ জুন থেকে শুরু হবে ফাইনাল।


জানা গেছে, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে টিকিট বিক্রি। প্রথম ৪৮ ঘণ্টা ক্রিকেটপ্রেমীরা টিকিট কাটতে পারবেন। তারপর ভিভিআইপিদের জন্য টিকিট বিক্রি শুরু হবে।
২০২৩ সালে ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবার ফাইনাল হবে লর্ডসে। অজি অধিনায়ক কামিন্স বলেছেন, ‘‌লর্ডসে খেলার জন্য মুখিয়ে আছি। এখানে বহু স্মৃতি রয়েছে। সতীর্থরা প্রচুর পরিশ্রম করে এই জায়গায় এসেছে।’‌ 


দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাও উৎসাহী। বলেছেন, ‘‌অনেক আগেই ফাইনাল নিশ্চিত করেছি। এবার সেরাটা দিতে হবে। ভক্তদের ধন্যবাদ।’‌ 
এবার অবশ্য বয়স্ক ও তরুণ ক্রিকেটপ্রেমীদের জন্য ভিন্ন দামের টিকিট রেখেছে আইসিসি।