নিতাই দে
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে ৭৩তম বিএন মল্লিক অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ। চলবে ৭ মার্চ পর্যন্ত। এই মেগা টুর্নামেন্টে অংশ নেবে ৪৫টি দল এর মধ্যে ৩৬টি পুরুষ ও ৯টি মহিলা ফুটবল দল থাকছে বলে জানা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই টুর্নামেন্ট নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভরঞ্জন। তিনি জানান, এই প্রথমবার ত্রিপুরায় সিনিয়র লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার প্রস্তুতি প্রায় শেষের পথে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এই প্রতিযোগিতা সফল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের মানুষও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে এসেছেন।
টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে ত্রিপুরায় এসে পৌঁছেছেন ফুটবলাররা। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩১টি দল আগরতলায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। বাকি দল পৌঁছে যাবে শনিবারের মধ্যেই। ২৪ ফেব্রুয়ারি উমাকান্ত স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। রাজ্য পুলিশের ডিজি জানান, ‘২৫টি রাজ্য, ৪টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৭টি কেন্দ্রীয় বাহিনী থেকে ১,৫০০-এর মতো ফুটবলার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। রাজ্যের ৫টি অ্যাস্ট্রোটার্ফ ফুটবল মাঠে প্রতিযোগিতার ম্যাচগুলি হবে।
আগরতলার পাশাপাশি জিরানীয়া, মোহনপুর, জম্পুইজলা এবং উদয়পুরেও টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলা কিছু ফুটবলারকে খেলতে দেখা যাবে। উদ্বোধন ও ফাইনাল ম্যাচ হবে উমাকান্ত স্টেডিয়ামে। সব মিলিয়ে প্রতিযোগিতায় ১০২টি ম্যাচ হবে। এর মধ্যে পুরুষ ফুটবল টিম ৮১টি এবং মহিলা ফুটবল টিম ২১টিতে অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মিজোরাম মুখোমুখি হবে উত্তরপ্রদেশের’। জানা গিয়েছে, এই প্রতিযোগিতার বিভিন্ন ম্যাচ পরিচালনা করার জন্য মোট ৪০ জন রেফারি থাকছেন। তাঁর মতে, এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার মধ্য দিয়ে বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে।
