আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পরে কড়া পদক্ষেপ ভারতের টিম ম্যানেজমেন্টের। অপশনাল ট্রেনিং সেশন বলে আর কিছু নেই। বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহর মতো সিনিয়রদেরও ছাড় নেই।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের ৩০ ও ৩১ তারিখ দু'দিনের প্র্যাকটিশ সেশন রাখা রয়েছে। ওই দু'দিনের প্র্যাকটিশ সেশনে সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বেঙ্গালুরুতে হারের পরে পুনেতেও মুখ থুবড়ে পড়েছে ভারত। ওয়াংখেড়েতে এখনও একটি টেস্ট ম্যাচ বাকি। টানা দু'টেস্টে হারের পরে ওয়াংখেড়েতে অন্তত জিততে চাইছেন রোহিত শর্মা। নিউজিল্যান্ড সিরিজের পরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে আর পদস্খলন চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই কারণে প্রতিটি প্র্যাকটিশ সেশনেই সব ক্রিকেটারদের উপস্থিতি চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ঐতিহাসিক সিরিজ হার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রার বড় ধাক্কা। বেঙ্গালুরুর পর পুনের হার রোহিতদের ফাইনালের ভাগ্য নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একনম্বরে ছিল টিম ইন্ডিয়া। এমনকী পুনে টেস্টের আগে ৬৮.০৬ পয়েন্ট নিয়ে রোহিতরা শীর্ষস্থানে ছিলেন। কিউয়িদের কাছে জোড়া হারে পয়েন্ট কাটা গিয়েছে। বর্তমানে ভারতের পয়েন্ট ৬২.৮২।
একনম্বরে থাকলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্ট ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। পরের মরশুমে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অংশ হতে বাকি টেস্টগুলোতে অসম্ভব ভাল খেলতে হবে রোহিতদের।
