আজকাল ওয়েবডেস্ক: কটকে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। একদিনের সিরিজে শেষ হাসি ভারতের। এবার সূর্যকুমার যাদবরা নামছেন সংক্ষিপ্ততম এই সংস্করণে।
কটকের বরাবাটি স্টেডিয়ামের মাঠে রান হবে। ২০০ প্লাস রানও অস্বাভাবিক নয়। যেহেতু সন্ধেয় খেলা তাই শিশির দুই দলকেই সমস্যায় ফেলতে পারে। অন্তত শিশিরের জন্য কোনও একটা দল বাড়তি সুবিধা পাবে না। সুবিধা–অসুবিধা দুই দলেরই হবে।
সবচেয়ে বড় প্রশ্ন হার্দিককে প্রথম একাদশে দেখা যাবে কিনা। রবিবার কটকে বল করতে করতে অস্বস্তি হয় হার্দিকের। সোমবারের অনুশীলনে তাঁকে দেখা যায়নি।
তবে শুভমান গিল ফিরছেন। ওপেনিংয়ে তিনিই যাবেন অভিষেক শর্মার সঙ্গে। তিনে আসার কথা তিলক বর্মার। যদিও সোমবারই সূর্য জানিয়েছেন, ওপেনিং ছাড়া বাকি সব জায়গাতেই ফ্লেক্সিবল থাকছি। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী যে কেউ নামতে পারেন।
তবুও ব্যাটিং অর্ডার ধরলে চারে যাওয়ার কথা স্বয়ং অধিনায়ক সূর্যর। পাঁচে নামতে পারেন সঞ্জু স্যামসন। ছয়ে হার্দিক পাণ্ডিয়া। তিনি না পারলে হয়ত শিবম দুবে খেলবেন। সাতে আসার কথা অক্ষর প্যাটেলের। আটে খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর। এরপর নয় থেকে এগারোয় হর্ষিত রানা, জসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।
কুলদীপ, অর্শদীপকে হয়ত প্রথম একাদশের বাইরেই রাখা হবে। ব্যাটের হাত ভাল থাকায় এগিয়ে থাকছেন ওয়াশিংটন, হর্ষিতরা।
তবে হার্দিকের বিষয়টা নিয়ে মুখ খোলেনি টিম ম্যানেজমেন্ট। এটা ঘটনা, কোয়াড্রিসেপসে চোট লাগায় এত দিন মাঠের বাইরে ছিলেন হার্দিক। তাঁর চোটের জায়গাতেই সমস্যা হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি।
সোমবার দলের অনুশীলনে হার্দিক ছিলেন না। এরপরেই হার্দিকের চোটের জল্পনা আরও বেড়েছে। ভারতীয় দল অবশ্য কিছু জানায়নি। অধিনায়ক সূর্যকুমার যাদবও এই বিষয়ে কিছু বলেননি।
