আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক সূর্য প্রথমবার নামছেন ইডেনে। কলকাতায় খেলেছেন তো অনেকবার। একসময় কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। তারপর দেশের হয়ে কিংবা ফ্রাঞ্চাইজি দলের হয়ে খেলে গিয়েছেন ইডেনে। কিন্তু দেশের অধিনায়ক হিসেবে প্রথমবার ক্রিকেটের নন্দনকাননে নামছেন টিম ইন্ডিয়ার টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব।
 
 বিসিসিআই একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে ইডেনে খেলতে নামার আগে বাংলায় কথা বলতে দেখা গিয়েছে সূর্যকে। সেই ভিডিওয় কলকাতার মিষ্টি, বিশেষ করে মিষ্টি দইয়ের প্রতি তাঁর ভালবাসার কথা উঠে এসেছে।
 
 ভিডিওয় সূর্য বলেছেন, কলকাতায় এলেই তিনি মিষ্টি দইয়ের খোঁজ করেন। তৃপ্তির সঙ্গে খান দই। 
 
 একসময় কেকেআরে গম্ভীরের নেতৃত্বে খেলেছেন সূর্য। তাই ইডেনের প্রতি একটা আলাদা আবেগ রয়েছে তাঁর। সূর্যর কথায় ইডেন একটা ‘ঐতিহ্য’। বলেছেন, ‘পুরনো অনুভূতি যেন ফিরে এসেছে। ইডেনে খেলতে বরাবরই ভাল লাগে। আবহাওয়া এখন খুব ভাল। একটা বিধ্বংসী ম্যাচের অপেক্ষা করছি।’
 
 ইডেনে অধিনায়ক হিসেবে এসে নস্ট্যালজিক সূর্য। বলেছেন, ‘২০১৪ সালে প্রথমবার কেকেআরে খেলতে এসেছিলাম। তারপর ১০–১১ বছর কেটে গিয়েছি। কখনও ভাবিনি দেশকে নেতৃত্ব দেব। আর এখন ইডেনে দাঁড়িয়ে দেশকে নেতৃত্ব দিতে চলেছি। ঐতিহাসিক স্টেডিয়ামে দেশকে নেতৃত্ব দেব।’
 
 ২০১৪ থেকে ২০১৭। চার বছর কেকেআরে ছিলেন সূর্য। বলেছেন, ‘চার বছর কেকেআরে খেলেছি। একবার চ্যাম্পিয়ন হয়েছি। খুব সুন্দর অনুভূতি রয়েছে। অনেক কিছু শিখেছি। তখন গৌতি ভাই অধিনায়ক ছিল। তাঁর নেতৃত্বে খেলেছি। অনেক কিছু শিখেছি। তাই ইডেনকে খুব ভাল করে চিনি। তাই এখানে অধিনায়ক হিসেবে ফিরতে পেরে ভাল লাগছে।’ 
