আজকাল ওয়েবডেস্ক: ছন্দটা একেবারেই হারিয়ে ফেলেছে চেন্নাই সুপার কিংস। আট ম্যাচে জয় মাত্র দুই ম্যাচে। লিগ টেবিলে একেবারে শেষে ধোনিরা। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের এবার চেনাই যাচ্ছে না।
এই পরিস্থিতিতে দেশের ও চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ক্রমাগত সিএসকে–র সমালোচনা করেই চলেছেন। এবার যেমন বলেছেন, চেন্নাই দলে স্থানীয় ক্রিকেটারদের দেখাই যাচ্ছে না। এরকম দুর্বল চেন্নাই দল তিনি নাকি আগে দেখেননি।
রায়না বলেছেন, ‘এই চেন্নাই দলটাই সবচেয়ে দুর্বল। দলটার কোনও লক্ষ্য নেই। জেতার খিদে নেই। কাউকে অসম্মান করছি না। কিন্তু যে ব্র্যান্ডের জন্য চেন্নাই বিখ্যাত, সেটাই দেখা যাচ্ছে না।’ রায়নার আরও প্রশ্ন, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারপরেও স্থানীয় ক্রিকেটারদের দলে রাখে না চেন্নাই। রায়নার কথায়, ‘তামিলনাড়ু প্রিমিয়ার লিগে একাধিক ভাল ক্রিকেটার রয়েছে। যেমন দেখুন সাই সুদর্শন, সাই কিশোর ও শাহরুখ খান তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকেই উঠে আসা ক্রিকেটার। এখন খেলছে গুজরাটে। দলে স্থানীয় ক্রিকেটারদের প্রাধান্য দিক চেন্নাই।’ এরপরই রায়না যোগ করেছেন, ‘চেন্নাই দলে আগে মুরলি বিজয়, বালাজি, বদ্রীনাথ, আমি স্বয়ং, ধোনি ভাই (এখনও রয়েছে), অশ্বিন বা জাদেজা (এখনএ আছেন)–রা ছিল। স্থানীয় ক্রিকেটার না নিলে সেই আবেগটাই থাকে না।’
তিন ক্রিকেটার ধোনি, জাদেজা ও অশ্বিন এখনও আছেন চেন্নাইয়ে। কিন্তু সেই পারফরম্যান্স দিতে পারছেন না। চেন্নাইয়ের পরিকল্পনারও সমালোচনা করেছেন রায়না। বলেছেন, ‘আমরা যখন খেলতাম, এত ডট বল খেলতাম না। স্ট্রাইক রোটেট করতেই হবে জিততে হলে। ক্রিকেটের সহজ জ্ঞানটা ভুলতে বসেছে চেন্নাই। প্রথম ছয় ওভারেই লক্ষ্যটা বুঝিয়ে দিতাম আমরা। আর ডেথ ওভারে ধোনি ভাই ও অ্যালবি মরকেল কামাল করত।’
