আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবল নিয়ে জট কাটার মুখে। এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে বৈঠক ফলপ্রসূ। সুপার কাপ দিয়েই শুরু হবে মরশুম। সেপ্টেম্বরে শুরু হবে টুর্নামেন্ট। ডিসেম্বরের আগে আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনের পর যে দলই জিতুক না কেন ডিসেম্বরের মধ্যে আইএসএল শুরু করতে হবে। বুধবার ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের বৈঠকে এমনই প্রস্তাবিত করা হয়েছে। মাস্টার রাইটস নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বর্তমান চুক্তির শেষ কিস্তি, অর্থাৎ ১২.৫ কোটি এখনই দিতে হবে ফেডারেশনকে। নির্বাচনের পর নতুন কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডর দেওয়া হবে। স্বত্ব ছেড়ে দিতে রাজি এফএসডিএল। ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড মেনে হবে গোটা বিষয়টি। কোনও একটি নির্দিষ্ট সংস্থাকে পুরো বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হবে। পুরো প্রক্রিয়া ১৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। বুধবার সুপ্রিম কোর্টে যৌথ প্রস্তাব এআইএফএফ এবং এফএসডিএলের। ফেডারেশনের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আইএসএলের নামও বদলে যেতে পারে। নতুন নামকরণ হতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন দুই পক্ষ বৈঠকে বসে। সেটা অনেকটাই কার্যকরী হয়েছে। দেরীতে হলেও, পরের মরশুমে আইএসএল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এফএসডিএলের সঙ্গে ৮ ডিসেম্বর চুক্তি শেষ। শোনা গিয়েছিল, এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে চুক্তি। সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান প্রকাশ করার পর নির্বাচন হওয়ার কথা। নতুন কমিটির সঙ্গে আলোচনা করেই চুক্তি বাড়ানোর বিষয়টি নির্দিষ্ট হবে। ২২ আগস্ট সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিএস নরসীমা এবং জয়মাল্য বাগচী জানিয়েছিলেন, আইএসএলের অচলাবস্থা কাটাতে দুই পক্ষ আলোচনায় বসতে পারবে। সেই মতোই এদিন আলোচনায় বসে ফেডারেশন এবং এফএসডিএল। তারপর দুই পক্ষের যৌথ প্রস্তাব জানানো হয় সুপ্রিম কোর্টকে। সোমবার, অর্থাৎ ১ সেপ্টেম্বর রায় দেবে সুপ্রিম কোর্ট।
আগেই জানা গিয়েছিল, চলতি মরশুমে ফিরছে সুপার কাপ। আইএসএল শুরু হওয়ার আগেই হবে এই টুর্নামেন্ট। এবছর দুটো টুর্নামেন্টই হবে। সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে সুপার কাপ। টুর্নামেন্ট হতে পারে ভুবনেশ্বরে। কয়েকদিন আগে আইএসএলের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সম্মিলিত বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, ৭-১০ দিনের মধ্যে আবার বৈঠক ডাকা হবে। সুপার কাপের তারিখ, ফরম্যাট এবং রূপরেখা নির্ধারিত হবে সেই মিটিংয়ে। সুপার কাপের ঘোষণার পাশাপাশি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএল হবেই। তবে দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। আইএসএলের অনিশ্চয়তার জন্য একাধিক ক্লাব প্লেয়ার এবং কোচিং স্টাফদের বেতন দেওয়া বন্ধ করে দিচ্ছে। অনেকে বিদেশিদের সঙ্গে এখনও চুক্তি করেনি। প্রথমে শোনা গিয়েছিল, অক্টোবরের শেষে হতে পারে আইএসএল। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ডিসেম্বরের আগে আইএসএল হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে সুপার কাপ এবং আইএসএলের মধ্যে দুই মাসের বিরতি থাকবে। এই সময় কোনও টুর্নামেন্ট নেই। কী করবে প্লেয়াররা? ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের বৈঠকে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটার একটা ইঙ্গিত পাওয়া গেলেও অনেকগুলো নতুন প্রশ্ন উঠে এসেছে।
