আজকাল ওয়েবডেস্ক: চলতি বছর শেষ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করা আর টিম ইন্ডিয়ার হাতে নেই। সিডনি টেস্ট জিতলেও শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টের রেজাল্টের ওপর নির্ভর করতে হবে। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে। ২০২৫ সালের মাঝামাঝি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যা বর্ডার-গাভাসকর ট্রফির তুলনায় কোনও অংশে কম চ্যালেঞ্জিং হবে না। ইতিমধ্যেই অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আরও এক বা দু'জন তারকার সরে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে ভারতীয় দলকে। নতুন প্রতিভার খোঁজ করতে হবে। যেমন অস্টেলিয়ায় আবিষ্কার নীতিশ কুমার রেড্ডি।  

ইংল্যান্ড সফরের কথা ভেবে ভেঙ্কটেশ আইয়ারের দিকে নজর রাখার কথা বলেন সুনীল গাভাসকর। বাঁ হাতি ব্যাটারের পাশাপাশি বলও করতে পারেন। তাঁকে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দেখছেন কিংবদন্তি। সানি বলেন, 'ভারতের উচিত ভেঙ্কটেশ আইয়ারের দিকে নজর রাখা। বাঁ হাতি ব্যাটারের পাশাপাশি ওর ভাল অলরাউন্ডার হওয়ার ক্ষমতা আছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আগে খেলেছে। তাই ইংল্যান্ড সফরের জন্য ভাল বিকল্প হতে পারে।' ভারতের হয়ে অভিষেক হয়ে গিয়েছে ভেঙ্কটেশের। দুটো একদিনের ম্যাচ এবং ন'টি টি-২০ ম্যাচ খেলেন। কাউন্টিতে ল্যাঙ্কারশায়ারের হয়ে খেলেছেন। তারওপর এবার বিশাল অঙ্ক দিয়ে ভেঙ্কিকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সবদিক বিবেচনা করেই তাঁকে ইংল্যান্ড সফরের জন্য চাইছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০ জুন থেকে ৪ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।