আজকাল ওয়েবডেস্ক:‌ একেবারেই ছন্দে ছিলেন না। পারথ ও এডিলেডে রান পাননি। কিন্তু ব্রিসবেনে শতরান করে ছন্দে ফিরেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আর মেলবোর্নে ফের তিনি শতরান করলেন। প্রথম দিন ৬৮ রানে অপরাজিত ছিলেন। শেষ অবধি তিনি থামলেন ১৪০ রানে। টানা দুটো টেস্টে শতরান। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে স্মিথ ছাড়া দুটি শতরান রয়েছে শুধু ট্রাভিস হেডের। 


টানা দুটো শতরান করার সুবাদে ভারতের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি শতরান করার নজির গড়লেন স্মিথ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি করেছেন ১১ শতরান। ভারতের বিরুদ্ধে বরাবরই তিনি সফল। ২৩ টেস্টে ১১ শতরান ছাড়াও রয়েছে পাঁচটি অর্ধশতরান। তালিকায় দুই নম্বর নাম ইংরেজ ব্যাটার জো রুট। স্মিথ এদিন টপকে গেলেন রুটকে। ইংরেজ ব্যাটারের ১০ শতরান রয়েছে ভারতের বিরুদ্ধে। ৩০ টেস্টে এই নজির রয়েছে রুটের। আছে ১১টি অর্ধশতরানও। যৌথভাবে তিনে আছেন রিকি পন্টিং (‌৮)‌ ও ভিভিয়ান রিচার্ডস (‌৮)‌।


কেরিয়ারে ৩৪ শতরানের পাশাপাশি মেলবোর্নে পাঁচটি শতরান হয়ে গেল স্মিথের। মেলবোর্নে স্মিথের টেস্টে সর্বোচ্চ রান ১৯২ এই ভারতেরই বিরুদ্ধে। এদিকে ৩৪ শতরান করে স্মিথ ছুঁয়ে ফেললেন সুনীল গাভাসকার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনুস খানকে। প্রত্যেকেরই টেস্টে রয়েছে ৩৪ শতরান।


এদিকে, স্মিথ ও কামিন্সের দুরন্ত জুটির সৌজন্যে অস্ট্রেলিয়া তুলে ফেলেছে ৪৭৪ রান।