আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে যেদিন দিল্লি ক্যাপিটালস নিল, সেদিনই বাংলাদেশের আরেক তারকা শাকিব আল হাসানও দল পেলেন।
তবে শাকিব আইপিএলে দল পাননি। তাঁকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। ক্রিকেট থেকে দীর্ঘ সময় দূরে শাকিব। তাঁকে নিয়ে বিতর্ক। সেই শাকিবকে নিয়েই অবশেষে খবর।
৩৮-এর অলরাউন্ডারকে নিয়েছে লাহোর কালান্দার্স, এরকমই খবর। তবে সরকারি ভাবে ঘোষণা করেনি পিএসএলের দলটি। বাংলাদেশের রিশাদ হোসেনও খেলছেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে। অর্থাৎ দুই বাংলাদেশি একই দলে।
এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলেছেন শাকিব। ভারত-পাক সংঘাতের আবহে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ। চলতি মাসের ১৭ তারিখ শুরু হবে পিএসএল।
আইপিএলে মুস্তফিজের ঠিকানা দিল্লি হওয়ার পরে তারকা পেসারকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি চলে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে।
পিএসএলে শাকিব খেললে তাঁকেও বিসিবি-র কাছ থেকে এনওসি নিতে হবে। কিন্তু শাকিব এখনও আবেদন করেননি। লাহোর কালান্দার্সও আনুষ্ঠানিক ভাবে জানায়নি।
