আজকাল ওয়েবডেস্ক: সোমবার সচিব পদে মনোনয়ন পেশ করবেন সৃঞ্জয় বোস। সোমবার বিকেলে সৃঞ্জয় সহ আরও ২১টি পদেও মনোনয়ন পেশ করবেন বিভিন্ন সদস্যরা।
 
 প্রসঙ্গত, মোহনবাগান নির্বাচন ঘিরে গত প্রায় তিন মাস ধরে সরগরম ময়দান। দু’পক্ষ সৃঞ্জয় বোস শিবির এবং দেবাশিস দত্ত শিবির ক্লাব সদস্যদের সঙ্গে নিয়মিত মিটিং করেছেন। রবিবার অবধিও দু’পক্ষই ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রচারে। যদিও নির্বাচন হয়ত হচ্ছে না বাগানে। সূত্রের খবর, দু’পক্ষই সমঝোতার রাস্তা বেছে নিয়েছেন। শোনা যাচ্ছে ক্লাবের সচিব পদে ফিরছেন সৃঞ্জয় বোস। সভাপতি হচ্ছেন দেবাশিস দত্ত। 
 
 আর তাই সোমবার দেবাশিস দত্তের মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা প্রায় নেই। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে সচিব সৃঞ্জয় বোসের নেতৃত্বে কার্যকরী কমিটি গঠনের পর সভাপতি হিসেবে দেবাশিস দত্তকে মনোনীত করে নেবে নতুন কমিটি। সঙ্গে সহ সভাপতিও বেছে নেবে নতুন কার্যকরী কমিটি। সোমবার সম্ভবত একটাই প্যানেল জমা হওয়ার সম্ভাবনা।
 
 প্রসঙ্গত, সোমবার ৯ জুন মনোনয়ন দাখিলের শেষ দিন। যে মনোনয়ন পত্র জমা হবে, মঙ্গল এবং বুধবার সেগুলিই খতিয়ে দেখা হবে। আর যদি একটি পদের জন্য একাধিক মনোনয়ন পেশ হয়, তাহলে ১২ এবং ১৩ জুন সময় রাখা হয়েছে, যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করে নেন, তার জন্য। যদিও সেই সম্ভাবনা এখন খুব কম বলেই শোনা যাচ্ছে। 
