আজকাল ওয়েবডেস্ক: অনন্ত প্রতীক্ষার অবসান। মোহনবাগানের সচিব পদে ফিরলেন সৃঞ্জয় বোস। শনিবার সন্ধ্যায় মোহনবাগানের নব্য সচিবের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। 

মোহনবাগানের নির্বাচন ঘিরে উত্তাপ বেড়েছিল। চড়েছিল পারদ। উন্মাদনা ফিরে এসেছিল সদস্যদের মধ্যে। বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন যুযুধান দুই গোষ্ঠী। অবশেষে সমঝোতার পথই বেছে নেন সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত। 

৯ জুন সচিব পদে মনোনয়ন জমা দেন সৃঞ্জয়বাবু। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ছিল শুক্রবার। সৃঞ্জয় বোস যে বিনা বাধায় মোহনবাগান সচিব পদে বসতে চলেছেন, সেই দেওয়াললিখন স্পষ্টই ছিল। তিনি ছাড়া সচিব পদের জন্য আর কেউই মনোনয়ন জমা দেননি। আজ শনিবার ক্লাব তাঁবুতে আনুষ্ঠানিক ভাবে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় সৃঞ্জয় বোসের নাম সচিব হিসেবে ঘোষণা করেন। 

শতাব্দীপ্রাচীন ক্লাবের সচিব সৃঞ্জয় বোস। সভাপতি হবেন দেবাশিস দত্ত। সচিব হিসেবে সৃঞ্জয়বাবু দায়িত্ব গ্রহণের পরেই দেবাশিস দত্তকে সভাপতি হিসেবে মনোনীত করা হবে। 

আগামী তিন বছরের জন্য মোহনবাগানের সচিব হলেন সৃঞ্জয় বোস। মোহনবাগানের কমিটির ২১ সদস্যের নামও ঘোষণা করা হয়েছে এদিন।