আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ সদস্যের দলে রাখা হয়নি বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনকেকিন্তু ঈশ্বরনকে নেওয়া হল না কেন? বিসিসিআই-এর মুখ্য নির্বাচক অজিত আগরকর হৃদয় ভাঙলেন বাংলার ক্রিকেটপ্রেমীদের। অভিমন্যু সম্পর্কে জানিয়ে দিলেন তাঁর মতামত।

আগরকর বলেছেন, ''অভিমন্যু সম্পর্কে বলি, ঘরের মাঠে তৃতীয় ওকজন ওপেনারের আর দরকার নেই আমাদের।'' কিন্তু ঈশ্বরন সুযোগ পেলেন না কেন? তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত ফাঁস করলেন গোপন রহস্য। তিনি বলছেন, ''অভিমন্যুর জন্য খারাপ লাগছে। ইংল্যান্ড সিরিজের পরে ওর বাবা কিছু কঠিন মন্তব্য করেছিলেন। তার জন্যই হয়তো অভিমন্যুকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেওয়া হয়নি। তবে রিজার্ভ একজন ওপেনারকে না নেওয়ার কারণ ব্যাখ্যা আগরকরের যুক্তিযুক্ত।''

আরও পড়ুন: 'ভারতের বিরুদ্ধে কেউ বললে...', এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ক্ষুব্ধ যোগরাজের ...

কী বলেছিলেন ঈশ্বরনের বাবা? তিনি বলেছিলেন, ''গৌতম গম্ভীর ওকে আশ্বস্ত করেছিল। বলেছিল, দ্যাখো তুমি ঠিকঠাকই এগচ্ছো। তুমি সুযোগ পাবে। অনেকদূর যেতে হবে তোমাকে। একটা-দুটো ম্যাচের পরে তোমাকে বের করে দেওয়ার বান্দা আমি নই। তোমাকে আমি দীর্ঘ সুযোগ দেব। আমার ছেলে এটাই আমাকে জানিয়েছিল। সমস্ত কোচিং স্টাফ ওকে বলেছিল, এবার সুযোগ আসতে চলেছে। আমার ছেলে চার বছর অপেক্ষা করেছিল'' ঈশ্বরনের বাবা রঙ্গনাথন এক ইন্টারভিউতে একথাই বলেছিলেন। শ্রীকান্তের মতো প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, ঈশ্বরনের বাবার বিস্ফোরণের জন্যই ছেলের জায়গা হয়নি। 

ঈশ্বরণের পরিবর্তে সুযোগ পেয়েছেন দেবদূত পাডিক্কল। এই সিদ্ধান্তকে ঘিরেই তীব্র সমালোচনায় সরব হয়েছেন ভক্তরা। তাঁদের দাবি, টানা তিন মরশুম ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা এক ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়া একেবারেই অন্যায়। তবে আগরকর জানিয়েছেন, ঈশ্বরণের বাদ পড়া শুধুমাত্র কৌশলগত সিদ্ধান্ত। তাঁর কথায়, ‘আমাদের দলে ইতিমধ্যেই কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল রয়েছে। তাই আলাদা করে বাড়তি ওপেনারের দরকার হয়নি। বিদেশ সফরে সাধারণত ১৬-১৭ জন নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে একজন অতিরিক্ত ওপেনার রাখা যায়। কিন্তু এখানে আমরা মাত্র ১৫ জন নিতে পারি। তাই বাড়তি অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এর মধ্যে অন্য কিছু নেই। কেএল আর জয়সওয়াল ভালো খেলছে। তাই তৃতীয় ওপেনার রাখার দরকার হয়নি। প্রয়োজনে ঈশ্বরণকে ডেকে পাঠানো যেতে পারে।’ ১৫ জনের দলে আছেন:‌ শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদব। দলে জায়গা হয়নি করুণ নায়ারেরও। আট বছর পর টেস্ট দলে ফিরলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না। 

আরও পড়ুন: মোহনবাগান-বধের পরেই পেয়েছিলেন সুখবর, ইস্টবেঙ্গল কোচ অস্কারের সংসার আলো করে এসেছিল 'ছোট্ট দুগ্গা'