আজকাল ওয়েবডেস্ক: টি-২০ তে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন রাসি ভ্যান ডার ডুসেন। জিম্বাবোয়ে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। দলে একাধিক আনক্যাপড প্লেয়ার আছে। এই তালিকায় রয়েছেন কর্বিন বচ, লুয়ান দ্রে প্রিটোরিয়াস, রুবিন হারমান এবং সেনুরান মুথুস্বামী। ১৪ থেকে ২৬ জুলাই হারারেতে চলবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। ঘরোয়া টুর্নামেন্ট এবং দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে ভাল পারফরম্যান্সের জন্য তাঁদের সামেন জাতীয় দলের দরজা খুলে যায়।
দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে আধিপত্য বিস্তার করেন প্রিটোরিয়াস। সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। মোট ৩৯৭ রান করেন। ৩৩৩ রান করে নজর কাড়েন উইকেটকিপার ব্যাটার রুবিন হারমান। এর আগে একদিনের এবং টেস্ট দলে ছিলেন বচ। এবার দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগেও ভাল খেলেন। মুথুস্বামীর সংযোজনে স্পিন আক্রমণ আরও জোরাল হবে। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেবেন ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার এবং জেরাল্ড কোয়েৎজে। কোচ শুকরি কনরাড বলেন, 'ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অঙ্গ হিসেবে একাধিক সিনিয়র প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হয়েছে। এটা বাকিদের জন্য সুযোগ তৈরি করে দেবে।' হারারে রওনা হওয়ার আগে ৯ এবং ১১ জুলাই প্রিটোরিয়াতে দু'দিনের প্রস্তুতি সারবে দক্ষিণ আফ্রিকা দল। এই সিরিজ দিয়েই ২০২৬ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেবে প্রোটিয়ারা।
