আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের তারকা ক্রিকেটার তিনি। বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম। সেই স্মৃতি মান্ধানা আইসিসি ব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেন। খুব বেশিদিন আগের কথা নয়। স্মৃতি মান্ধানা মানেই খবরের শিরোনামে তিনি।

এবার ফের খবরে মহিলা ক্রিকেটের তারকা স্মৃতি মান্ধানাসোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিককে সামনে এনেছেন। বলা ভাল, ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর প্রেমিককে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Palaash Muchhal (@palash_muchhal)