আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের তারকা ক্রিকেটার তিনি। বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম। সেই স্মৃতি মান্ধানাআইসিসিব়্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেন। খুব বেশিদিন আগের কথা নয়। স্মৃতি মান্ধানা মানেই খবরের শিরোনামে তিনি।
এবারফের খবরে মহিলা ক্রিকেটের তারকা স্মৃতি মান্ধানা। সোশ্যালমিডিয়ায়পোস্টকরে তিনি তাঁর দীর্ঘদিনেরপ্রেমিককেসামনে এনেছেন। বলা ভাল, ভক্তদেরসঙ্গেপরিচয়করিয়েদিয়েছেনতাঁর প্রেমিককে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Palaash Muchhal (@palash_muchhal)
শুক্রবারছিলস্মৃতিমান্ধানার ২৯-তম জন্মদিন। সোশ্যালমিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানান সঙ্গীত পরিচালকপলাশমুচ্ছাল। মান্ধানাকে''নিজের শক্তিএবংসবচেয়েবড়চিয়ারলিডার'' বলে উল্লেখকরেন তিনি।
মুচ্ছাল লেখেন, ''একদম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ারলিডার। তুমিই আমাকে অনুপ্রাণিত কর। মাঠের মধ্যে এবং বাইরের চাপের মধ্যেও কীভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছো। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়াযায়তাও দেখেছি তোমার কাছ থেকেই। শুভ জন্মদিন স্মৃতি।''
এই শুভেচ্ছাবার্তারসঙ্গে সঙ্গীতশিল্পী দেন ভালোবাসার ইমোজিও। ভালবাসার ইমোজিদিয়ে ধন্যবাদ জানান স্মৃতি মান্ধানা। এদিকে ২২ মে সোশ্যালমিডিয়ায়পলাশের সঙ্গে ছবি দিয়েছিলেন স্মৃতি। সেই ছবিই ছিল প্রথম। দু'জনের ছবি ঘিরে তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল। স্মৃতির জন্মদিনে পলাশেরশুভেচ্ছাবার্তায় যেন সেই জল্পনাতেইসিলমোহরপড়ল।
ইংল্যান্ডের মাটিতে গিয়েসেঞ্চুরিহাঁকিয়েছিলেনমান্ধানা। সতীর্থদেরবকাঝকাই তাঁকে সেঞ্চুরি করতে সাহায্য করেছিল বলেই জানিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার।
সেঞ্চুরির অব্যবহিত পরে মান্ধানা বলেছিলেন, ''আমি আর রাধা যাদব কথাবার্তা বলছিলাম। এই মেয়েগুলো আমাকে বকাঝকা করে মাঝেমধ্যে। ও আমাকে বলছিল, টি-টোয়েন্টিতেসেঞ্চুরি করার এটাই সেরা সময় স্মৃতি। তুমি ৭০-৮০-র ঘরে আউট হয়ে যাচ্ছো। নিজের প্রতিভার প্রতি সুবিচার একেবারেই করছো না।''
মান্ধানা তাঁর জবাবে বলেছিলেন, ''আমি বললাম, ওকে রাধা। এবার আমি দেখবো। এবার আমি সিরিজের একটা ম্যাচেসেঞ্চুরি করার চেষ্টা করবো।'' যেমন বলা তেমনই কাজ। প্রথম ম্যাচেইমান্ধানা দুরন্ত সেঞ্চুরি হাঁকান। তিনি বলছেন, ''গত ১০ বছরে ৭০-৮০-র ঘরে আউট হয়ে গিয়েছি। এটা হতাশাজনক। আমি খুশি যে ক্রিজে টিকে থেকে সেঞ্চুরি করেছি।''
অর্থ-সম্পত্তির নিরিখে অনেক পুরুষ ক্রিকেটারকেও টেক্কা দিতে পারেন স্মৃতি মান্ধানা। দেশের মহিলা ক্রিকেটারদের মধ্যে স্মৃতিই সবচেয়ে ধনী ক্রিকেটার। স্মৃতির অর্থের পরিমাণ ৪ মিলিয়ন। ভারতীয় টাকার অঙ্কে যার মূল্য ৩৩ কোটি টাকা প্রায়। বোর্ডের বার্ষিক চুক্তি, উইমেন্সপ্রিমিয়ার লিগের টাকা ও বিজ্ঞাপন থেকে আয় করেন স্মৃতি। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি শুধু দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারই নন। মহিলা ক্রিকেটে তরুণ প্রজন্মের আইকনও তিনি।
এখনও পর্যন্ত ৭ টেস্টে ৬২৯ রান করেছেন স্মৃতি। ১০২টি ওয়ানডেম্যাচে ৪৪৭৩ রান করেছেন। এছাড়া ১৪৮টি টি টোয়েন্টিম্যাচে ৩৭৬১ রান ঝুলিতে পুরেছেন। সব ফরম্যাট মিলিয়েকেরিয়ারে ১৩টি শতরান রয়েছে স্মৃতির।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Smriti Mandhana (@smriti_mandhana)
বিসিসিআইয়ের চুক্তিতে তিনি এগ্রেডের অন্তর্ভুক্ত। বার্ষিক ৫০ লক্ষ টাকা পেয়ে থাকেন তিনি। উইমেন্সপ্রিমিয়ার লিগের প্রথম মরশুমেসবচেয়েদামিক্রিকেটার ছিলেন স্মৃতি। ৩.৪ কোটি টাকার চুক্তি হয়েছিল তাঁর সঙ্গে। পরের তিনটি মরশুম মিলে মোট ১০ কোটির বেশিআয় করে ফেলেছেন স্মৃতি। মোট অর্থ ও সম্পত্তির নিরিখে অনেক পুরুষ ক্রিকেটারকেইঅনায়াসে টেক্কা দিতে পারেন এই বাঁ হাতি ওপেনার। সেই স্মৃতি মান্ধানা নিজের জন্মদিনে মনের মানুষকে বহির্বিশ্বের কাছে প্রকাশ করলেন।