আজকাল ওয়েবডেস্ক: বিরাট সমস্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্তর্বতী লাল বলের কোচ আজহার মাহমুদকে ছেড়ে দিতে চাইছে পিসিবি। কিন্তু বড় অঙ্কের চুক্তির জন্য এই পদক্ষেপ নিতে পারছে না। আগের বোর্ড থাকাকালীন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডারের সঙ্গে চুক্তি হয়। সেই চুক্তির নিয়ম অনুযায়ী, চুক্তি শেষ হওয়ার আগে তাঁকে সরিয়ে দেওয়া হলে ছয় মাসের বেতন দিতে হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লক্ষ টাকা। এই ক্ষতিপূরণের ভয়ে তাঁকে সরাতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক সূত্র বলেন, 'পরের বছরের এপ্রিল-মে পর্যন্ত ওর চুক্তি আছে। সেই কারণেই তাঁকে পাকিস্তানের লাল বলের অন্তর্বতী কোচ হিসেবে ততদিন রেখে দেওয়া হল। সমস্যার সৃষ্টি হয় যখন সাদা বলের হেড কোচ মাইক হেসন জানান, তিনি নিজের সাপোর্ট স্টাফ রাখবেন। সেই তালিকায় আজহার ছিল না। তাতেই সমস্যায় পড়ে যায় পিসিবি। চুক্তি অনুযায়ী ছয় মাসের ক্ষতিপূরণ ছাড়া তাঁকে সরিয়ে দেওয়া যাবে না। তাঁকে কিভাবে ব্যবহার করা যায়, ভাবতে শুরু করে পিসিবি।'

বোর্ডের কার্যকলাপে আজহার নিজেই খুশি নয়। জাতীয় জুনিয়র দলের সঙ্গে যুক্ত হতে চান তিনি। কিন্তু পিসিবির একাংশ সেটা সমর্থন করছে না। বর্তমানে পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হেড আকিব জাভেদ। জাতীয় নির্বাচকও। বোর্ডের চেয়ারম্যানের ঘনিষ্ঠ। আজহারের কোচিং স্টাইল পছন্দ নয় তাঁর। তবে চুক্তি থাকায় আপাতত টেস্ট দলের অন্তর্বতী কোচ হিসেবে আজহারের নাম ঘোষণা করা হয়। বেশ কিছুদিন ধরে সিনিয়র দলের সঙ্গে বিভিন্ন ভূমিকায় যুক্ত তিনি। কিছু বছর সহকারী কোচ এবং বোলিং কোচ ছিলেন। আগের ম্যাজেনমেন্ট তাঁকে নতুন চুক্তি দেয়। সূত্রের খবর অনুযায়ী, ওয়াকার ইউনিস, সাকলাইন মুস্তাক, মিসবা উল হক এবং সরফরাজ আহমেদকে ছাড়ার সময়ও আর্থিক সমস্যায় পড়তে হয় পিসিবিকে। তাই আর সেই পথে হাঁটতে চাইছে না তাঁরা। 

প্রসঙ্গত, এর আগেও এই সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়েছিল পিসিবি। কিন্তু জেসন গিলেসপির দাবি উড়িয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের টেস্ট দলের প্রাক্তন কোচ দাবি করেন, তাঁর বকেয়া বেতন মেটায়নি পিসিবি। বোর্ডের পাল্টা দাবি, নিজেই চুক্তিভঙ্গ করেন গিলেসপি। জানানো হয়, চুক্তি অনুযায়ী চার মাসের নোটিস দেওয়ার নিয়ম। কিন্তু সেটা মানেননি প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা। নিজেই চুক্তিভঙ্গ করেন। একটি বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, 'বকেয়া বেতন নিয়ে প্রাক্তন হেড কোচের করা অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ড অস্বীকার করছে। পিসিবির মুখপাত্র জানিয়েছেন, প্রাক্তন হেড কোচ চার মাসের নোটিস না দিয়েই ছেড়ে দিয়েছে। যা চুক্তিভঙ্গের মধ্যে পড়ে। চুক্তি অনুযায়ী, দুই পার্টির চার মাসের নোটিস দেওয়ার কথা।' গিলেসপির পথে আজহার হাঁটলে, যাবতীয় সমস্যা মিটে যেত। কিন্তু পদত্যাগ করতে রাজি নন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার। যার ফলে বেড়েছে জটিলতা।