আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে সপ্তম শতরান করে ফেললেন শুভমান গিল। আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ৯৫ বলে শতরান পূর্ণ করেন গিল।
এদিন বেশ কয়েকটি রেকর্ড করেছেন গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের ৫০ তম একদিনের ম্যাচে শতরান করলেন গিল। কেরিয়ারের সাত নম্বর শতরান করার ফাঁকে খেলেছেন ৫০ ইনিংস। এর আগে আর কোনও ব্যাটার এত কম ইনিংসে সাতটি শতরান করার কৃতিত্ব অর্জন করতে পারেননি।
আরও একটি রেকর্ড স্পর্শ করেছেন গিল। পঞ্চম ব্যাটার হিসেবে একই ভেন্যুতে তিন ঘরানার ক্রিকেটে শতরানের নজির গড়েছেন গিল। এর আগে টি২০ ও টেস্টে তিনি আমেদাবাদে শতরান পেয়েছিলেন। এবার পেলেন ওয়ানডেতে। এর আগে এই কৃতিত্ব ছিল ফাফ ডু’প্লেসিস (জোহানেসবার্গ), ডেভিড ওয়ার্নার (এডিলেড ওভাল), বাবর আজম (করাচি), কুইন্টন ডি কক (সেঞ্চুরিয়ান), শুভমান গিল (আমেদাবাদ)। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গিলের।
এদিন টস জিতে শুরুতে বোলিং নিয়েছিল ইংল্যান্ড। রোহিত রান না পেলেও প্রথমে বিরাট এবং পরে শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটিতে দলকে মজবুত জায়গায় পৌঁছে দেন গিল। শেষ অবধি ১১২ রানে তিনি আউট হন।
