আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ফরম্যাটে নিজের রোগ নিজেই ধরলেন  শুভমান গিল। রঞ্জি ট্রফিতে পাঞ্জাবের  হয়ে সেঞ্চুরি হাঁকান তিনি। কর্ণাটকের বিরুদ্ধে দুরন্ত ১০২ রানের ইনিংস খেলেন তিনি। 

এহেন গিলই বর্ডার-গাভাসকর ট্রফিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। রান না পাওয়ায় প্রাক্তন ক্রিকেটাররা গিলের সমালোচনাও করেন। গিল ফোকাস হারিয়ে ফেলেছেন, এমন কথাও বলেন অনেকেই। 

এহেন গিল বলছেন, ''লাল বলে ব্যাট করা কঠিন। লাল বলে যে ম্যাচগুলোয় আমি খেলেছি, সেগুলোয় ২৫-৩০ রান করার পরে আমি নিজের উপরে বেশি চাপ নিয়ে ফেলেছি বড় রান পাওয়ার জন্য। এভাবে আমি কিন্তু ছোটবেলা থেকে খেলিনি।'' 

বড় রান করতে হবে, এই উচ্চাশা থেকেই চাপ নিয়ে নেন গিল। আর তার জন্যই আউট হতে হয়। ফোকাস নড়ে যায়। সম্প্রতি বর্ডার-গাভাসকর ট্রফিতে মাত্র ৯৩ রান করেন গিল। সর্বোচ্চ রান ৩১। মেলবোর্নে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয় গিলকে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। 

ঘরোয়া ক্রিকেটে নেমে সেঞ্চুরিও করেন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে গিলের থেকে বড় রান চাইছেন তাঁর ভক্তরা। পারবেন কি তিনি? লাল বলের ফরম্যাটে নিজের রোগ ধরে ফেলার পরে অনেকেই মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠবেন তিনি।