আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামার আগে হঠাৎই আমূল পরিবর্তন ভারতীয় এ দলের অন্দরমহলে। নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। শুধু অধিনায়কত্ব ছাড়েননি, দল থেকেও সরে দাঁড়ান। যার ফলে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় লাল বলের ম্যাচের আগে ধ্রুব জুরেলকে অধিনায়ক করা হয়। তবে আচমকা এই পরিবর্তনের কারণ জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। জানানো হয়, কারণ ব্যক্তিগত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, 'শ্রেয়স একটা ব্রেক নিয়ে মুম্বইয়ে ফিরেছে। ও নির্বাচকদের জানিয়েছে, ও অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলতে পারবে না। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নির্বাচকরা যখন দল বাছাইয়ে বসবে, মিডল অর্ডারের জন্য ওর কথা অবশ্যই ভাবা হবে।' 

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেন শ্রেয়স।‌ দুই ইনিংসে ৮ এবং ১৩ রান করেন। বাজে আম্পায়ারিংয়ের বলি হন। স্পিনার কোরে রোচিসিওলির বলে আউট হন। অধিনায়ক ব্যর্থ হলেও ভারতীয় এ দল বড় রান তোলে। অস্ট্রেলিয়ার ৫৩২ রানের জবাবে ভারত ৫৩১ রান করে। ইংল্যান্ড সিরিজে দলের অঙ্গ ছিলেন না শ্রেয়স। এশিয়া কাপের দলেও তাঁকে রাখা হয়নি। সুতরাং, টেস্ট এবং একদিনের দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তিন ফরম্যাটে ভারতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। একদিনের দলের নিয়মিত সদস্য শ্রেয়স। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কিন্তু বাকি দুই ফরম্যাটে এখনও নির্বাচকদের নজর কাড়তে পারেননি। 

প্রসঙ্গত, শ্রেয়স আইয়ার এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার পর অবাক হয়ে যায় ক্রিকেটমহল। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে সুযোগ পান শুভমন গিল। সহ অধিনায়ক করা হয় তাঁকে। কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে। মনোজ তিওয়ারি মনে করেন, অধিনায়কের আসল প্রার্থী শ্রেয়স। আইপিএলে ভাল অধিনায়কত্বে করেন। সেই দিল্লির নেতা থাকার সময় থেকে। তাঁর হাত ধরে রানার্স হয় দিল্লি। কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন। পরের বছর পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলেন। প্রাক্তন ভারতীয় তারকা মনে করেন, শ্রেয়সেরই পরবর্তী অধিনায়ক হওয়া উচিত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো এখনই তাঁকে অধিনায়ক করার কথা ভাবছে না।