আজকাল ওয়েবডেস্ক:‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত শুভমান গিল। তরুণ ব্যাটারের ঘাড় ও কাঁধে ব্যথা রয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সোমবারই নাকি গিল টিম ম্যানেজমেন্টকে এই কথা জানিয়েছেন। তবে গিলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার অর্থাৎ ম্যাচের দিন সকালে। 


গিল খেলতে না পারলে দলে সুযোগ পেতে পারেন সরফরাজ খান বা ধ্রুব জুরেল। 


রোহিতের সঙ্গে বর্তমানে ওপেন করেন যশস্বী জয়সোয়াল। তিনে নামেন গিল। তাই গিল শেষমেশ খেলতে না পারলে তিন নম্বরে দেখা যেতে পারে সরফরাজকে। যদিও সে সম্ভাবনা কম। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে তিনে উঠে আসতে পারেন বিরাট। আবার রাহুল কিংবা পন্থকেও দেখা যেতে পারে তিনে। 


গিল বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেছিলেন। আর ২০২০ থেকে গিল যত টেস্ট খেলেছেন, দ্বিতীয় ইনিংসে তাঁর রান অন্য ভারতীয় ব্যাটারদের থেকে বেশি। এদিকে, সরফরাজ খান আবার দলীপ ট্রফিতে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান করেছিলেন। তাই গিল খেলতে না পারলে প্রথম একাদশে ঢোকার ব্যাপারে এগিয়ে থাকবেন সরফরাজ। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সরফরাজের। খেলেছিলেনও ভাল। কিন্তু লোকেশ রাহুল চোট সারিয়ে ফেরার পর সরফরাজ আর প্রথম একাদশে জায়গা পাননি।