আজকাল ওয়েবডেস্ক: সরফরাজ খানকে দেখলে চেনা মুসকিল। ওজন কমিয়ে পুরোদস্তুর বদলে গিয়েছেন তিনি। দু' মাসের কম সময়ে প্রায় ১০-১২ কেজি ওজন কমিয়েছেন সরফরাজ। 

নিজে ভাত-রুটি খাওয়া ছেড়েছেন। পরিবারের সদস্যরাও তাই। বাবা নওশাদ খান কমিয়েছেন ১২ কেজি। সরফরাজ খানের প্রতিভা নিয়ে সংশয় নেই। ইংল্যান্ড সফরে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা।

তাঁদের অভাবে যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা পূরণ করার দৌড়ে অনেকের মতোই রয়েছেন সরফরাজও। ছেলের ডায়েট  প্রসঙ্গে নওশাদ বলেছেন, ''আমাদের ডায়েট নিয়ন্ত্রণ করেছি। রুটি-ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। প্রায় দেড় মাস মতো রুটি-ভাত কিছু খাইনি আমরা। ব্রোকোলি, গাজর, শসা, স্যালাড এবং গ্রিন ভেজিটেবলের স্যালাড খেয়েছি আমরা। আমরা ভাজা মাছ-চিকেন, সিদ্ধ চিকেন-ডিম খাচ্ছি। গ্রিন টি-গ্রিন কফি খাচ্ছি। চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। ময়দা, বেকারির জিনিস খাওয়াও ছেড়ে দিয়েছি।'' 

খাবারের তালিকায় সরফরাজের প্রিয় খাবার বিরিয়ানি। সেই বিরিয়ানিও ছেড়ে দিয়েছেন তিনি। নওশাদের হাঁটু ট্রান্সপ্লান্ট হবে। তার জন্য চিকিৎসকরা ওজন কমাতে বলেছেন সরফরাজের বাবাকে। ছেলের সুবাদে এখন ওজমন কমিয়ে ফেলেছেন নওশাদও। দ্রুতই অস্ত্রোপচার করতে আর সমস্যা নেই তাঁর। 

এবার আইপিএল খেলছেন না সরফরাজ। যে সময় তিনি পেয়েছেন, তার সদ্ব্যবহার করছেন তিনি।