আজকাল ওয়েবডেস্ক: ২০ ওভারের ঘূর্ণিঝড় দেখল জোহানেসবার্গ। কে দেখালেন? না সঞ্জু স্যামসন আর তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ২৮৪ রানের রেকর্ড গড়ল ভারত। মাত্র একটি উইকেট হারিয়ে এদিন ২১০ রানের বিরাট পার্টনারশিপ গড়লেন স্যামসন আর তিলক। তাও মাত্র ৮৬ বলে। ১৮ বলে ৩৬ করে একমাত্র আউট হয়েছেন অভিষেক শর্মা। তিন নম্বরে সুযোগ পেয়ে আলাদাই ফর্মে রয়েছেন তিলক।

 

 

পাশাপাশি, বারবার নিজের জাত চেনাচ্ছেন সঞ্জুও। এদিন তিলক ভার্মা করেছেন ৪৭ বলে ১২০ এবং স্যামসন করেছেন ৫৬ বলে ১০৯। গোটা ইনিংসে ২৩টি ছক্কা মেরেছে ভারতীয় দল। যা কিনা পূর্ণ দল নিয়ে খেলা টি টোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড। তার সঙ্গে বাউন্ডারি তো রয়েছেই। এক ইনিংসেই একাধিক রেকর্ড গড়ে ফেললেন দুই তরুণ তুর্কি। টি টোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি রানের জুটি বাধার রেকর্ড দুই ব্যাটারের নাম লেখা রইল।

 

 

বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে এটি ভারতের সর্বোচ্চ রান। কার্যত রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন সঞ্জু এবং তিলক। কুড়িতম ওভারে যখন ম্যাচ গিয়েছে সেই সময় জোহানেসবার্গের স্কোর বোর্ডে বড় বড় করে দেখা গেল ভারতের রেকর্ডের তালিকা। পরপর দুই টি টোয়েন্টি ম্যাচে শতরান করে ইতিহাস গড়ে ফেললেন তিলকও। আবার অন্যদিকে,  টি টোয়েন্টি ম্যাচে এক বছরে তিনটি শতরান করে নজির গড়লেন সঞ্জু স্যামসনও।