আজকাল ওয়েবডেস্ক: বোর্ড কর্তা এবং গৌতম গম্ভীরের পরামর্শে ঘরোয়া ক্রিকেটে ফিরেছে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার। রঞ্জি খেলবেন শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল, ঋষভ পন্থরা। মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করছেন রোহিত শর্মা। কিন্তু বিরাট কোহলির রঞ্জি খেলার সম্ভাবনা কম। জানা গিয়েছিল, সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে পারেন। কিন্তু ঘাড়ের চোটের জন্য সেই সম্ভাবনাও কম। তবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে কোহলিকে লাল বলের ক্রিকেটে দেখতে চান সঞ্জয় মঞ্জরেকর। চেতেশ্বর পূজারার উদাহরণ তুলে ধরেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মনে করেন, ফর্ম ফিরে পেতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের আগে কাউন্টিতে খেলা উচিত কোহলির।
সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'কোহলিকে আরও বেশি করে লাল বলের ক্রিকেট খেলতে হবে। ও কাউন্টি ক্রিকেটে খেলতে পারে। এপ্রিল থেকে নতুন মরশুম শুরু হবে। পূজারার মতো একটা কাউন্টি দলে যোগ দিয়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি সারতে পারে। প্রথম কয়েকটা টেস্টে কেমন খেলছে দেখা যেতে পারে। ভাল খেললে, প্রথম একাদশে থাকতে পারে। কিন্তু ব্যর্থ হলে, সেটা ভারতীয় ক্রিকেটের জন্য ভাল হবে না। টেস্ট সিরিজের আগে কাউন্টিতে খেলা ওর জন্য ভাল হতে পারে।' চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে গত কয়েক মাসে নিয়মিত কাউন্টি খেলেছে। ভারতের প্রাক্তনী মনে করেন, লাল বলের ক্রিকেটে ম্যাচ প্র্যাকটিস প্রয়োজন কোহলির। ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে না খেললে সেটা কোনওভাবেই সম্ভব হবে না।
