আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড। এক ওভারে ছয় ছক্কা সহ ৩৯ রান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বরেকর্ড। যুবরাজ সিং, কাইরন পোলার্ডকে ছুঁয়ে ফেললেন দারিউস ভিসার। নাম শুনেই হয়তো একটু ঘাবড়ে যেতে হবে। সচরাচর টি-২০ ক্রিকেটের বিধ্বংসী ব্যাটারদের তালিকায় তিনি নেই। তিনি সামোয়ার ক্রিকেটার। অনেকেই হয়তো দেশটির নামই শোনেননি। কিন্তু আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের আঙিনায় এক নতুন বিশ্বরেকর্ড হল। তিনটে নো বল সহ ওভারে মোট ৩৯ রান। আগামী টি-২০ বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচেই এমন নজির সৃষ্টি হল। ভানয়াতুর পেসার নোলিন নিপিকোর ওভারে এমন কাণ্ড ঘটে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ তে ওভারে ৩৬ রানের রেকর্ড ছিল। সেটা ভেঙে গেল।
টি-২০ বিশ্বকাপের আন্তঃ রাজ্য ইস্ট এশিয়া প্যাসিফিক যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুই দেশ। সামোয়ার ইনিংসের ১৫তম ওভারে এই রেকর্ড হয়। এক ওভারে ছটি ছক্কা হাঁকান দারিউস। আন্তর্জাতিক টি-২০ তে এই রেকর্ড প্রথম করেছিলেন যুবরাজ সিং। ২০০৭ টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ'টি ছয় মারেন বাঁ হাতি স্টাইলিশ ব্যাটার। সেটাই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম বিশ্বকাপ ছিল। তারপর এই রেকর্ডে ভাগ বসান কাইরন পোলার্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নজির গড়েন। বোলার ছিলেন আকিলা ধনঞ্জয়। এক ওভারে সর্বোচ্চ রান ছিল ৩৬। এককভাবে বা জুটিতে এমন বেশ কয়েকটি রেকর্ড ছিল। কিন্তু সব ভেঙে দিলেন সামোয়ার অখ্যাত ক্রিকেটার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান ৩৯। যা ভাঙা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভব।
