আজকাল ওয়েবডেস্ক: শনিবার রাতে দুটি টানটান ম্যাচ আরও জমিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগকে। লিভারপুলের তারকা মহম্মদ সালাহ বোর্নমাউথের বিপক্ষে জোড়া গোল করে দলকে আরও এক ধাপ এগিয়ে দিলেন লিগ জয়ের দিকে। এদিন জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে নিজের অবস্থান আরও সুদৃঢ় করল লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের থেকে বর্তমানে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন সালাহরা। নতুন কোচ আর্নে স্লটের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে লিভারপুল। শনিবার রাতে বোর্নমাউথকে হারানোর পর এখন ৫৬ পয়েন্টে পৌঁছেছে ক্লাবটি।

 

দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৪৭ পয়েন্ট। এদিন সালাহর দু’গোল শুধু লিভারপুলকে জিতিয়েছে তা নয়, পাশাপাশি তাঁকে প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতার তালিকায় তুলে এনেছে। সালাহ পেছনে ফেলেছেন চেলসির কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। তবে জয়ের উচ্ছ্বাসের মধ্যেও বড় ধাক্কা খেতে হয়েছে লিভারপুলকে। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সন্ডার-আর্নল্ড চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

 

কারাবাও কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। অন্যদিকে, ব্রাইটনকে সাত গোলের মালা পরিয়ে প্রিমিয়ার লিগে সমর্থকদের স্মরণীয় জয় উপহার দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ক্রিস উড। অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন অ্যান্থনি এলাঙ্গা। বোর্নমাউথকে হারিয়ে শীর্ষস্থানে আধিপত্য বজায় রেখেছে লিভারপুল। অন্যদিকে, নটিংহ্যাম ফরেস্টের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে আরও কঠিন হয়ে হেল নিচের দিকে থাকা দলগুলির রেলিগেশনের যুদ্ধ।