আজকাল ওয়েবডেস্ক: স্যান্টনারের দাপটে তিন দিনেই শেষ টেস্ট, ব্যাটিং বিপর্যয়ে ঘরের মাঠে ১২ বছর পর সিরিজ হার ভারতের।
ভারতের মাটিতে এসে ভারতকে হারানো সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতোই ব্যাপার। কিউয়িরা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। নিউজিল্যান্ড সিরিজ জেতার পরে ভারতের প্রাক্তন তারকা শচীন তেণ্ডুলকর সোশ্যাল মিডিয়ায় কিউয়িদের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ''সফরকারী কোনও দল ভারতে এসে সিরিজ জিতছে, এটা স্বপ্নের মতো ব্যাপার। স্বপ্ন সত্যি করার জন্য নিউজিল্যান্ড অত্যন্ত ভালো খেলেছে। দলগত পারফরম্যান্সের জন্যই এই ধরনের রেজাল্ট অর্জন করা সম্ভব। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বিশেষ করে স্যান্টনারের কথা বলতে হয়। ১৩টি উইকেট নিয়েছে স্যান্টনার। দুর্দান্ত সাফল্যের জন্য নিউজিল্যান্ডকে অভিনন্দন।''
For any visiting team, to win a Test series in India is a dream, and New Zealand have played really well to make it happen.
— Sachin Tendulkar (@sachin_rt)
Such results can only be achieved with good, all-round team efforts.
Special mention to Santner for his standout performance, picking up 13 wickets.… pic.twitter.com/YLqHfbQeJUTweet by @sachin_rt
১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হার ভারতের। মাত্র তিন দিনেই শেষ পুনে টেস্ট। শনিবার দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতল নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর পর পুনে। ব্যাক টু ব্যাক টেস্ট জিতে ২-০ তে সিরিজ পকেটে পুরে নিল কিউয়িরা। দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হল ভারতকে। ৪৩৩১ দিন পর ঘরের মাঠে লজ্জার হারের সাক্ষী থাকলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৫৯ রান। কিন্তু ২৪৫ রানে শেষ টিম ইন্ডিয়ার ইনিংস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারাল নিউজিল্যান্ড।
