আজকাল ওয়েবডেস্ক: নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে ঋতুরাজ গায়কোয়াড়ের ক্রিকেট জীবনে। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে খেলতে দেখা যাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে। জুলাইয়ে সারের বিরুদ্ধে রোথেসে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। মরশুম শেষ পর্যন্ত ওয়াইট রোজদের সঙ্গে থাকবেন। বর্তমানে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে‌ রয়েছেন গায়কোয়াড়।‌‌ মেট্রো ব্যাংক ওয়ান ডে কাপেও খেলতে দেখা যেতে পারে ভারতীয় তারকাকে। ঋতুরাজ চেন্নাই সুপার কিংসের পাশাপাশি, রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রেরও অধিনায়ক। দেশের হয়ে ছটি একদিনের ম্যাচে পাশাপাশি ২৩টি টি-২০ খেলেছেন। টপ ফোরের মধ্যে যেকোনও জায়গায় ব্যাট করতে পারেন তিনি। ভারতের হয়ে ওপেন করতে নেমেও সফল। 

নতুন সুযোগ পেয়ে গায়কোয়াড় বলেন, 'ইংলিশ ঘরোয়া মরশুমের শেষপর্যন্ত ইয়র্কশায়ারে যোগ দিতে পেরে আমি উত্তেজিত। এই দেশে ক্রিকেট খেলা সবসময় আমার লক্ষ্য ছিল। ইংল্যান্ডে ইয়র্কশায়ারের থেকে বড় ক্লাব নেই। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। ওয়ান ডে কাপ জেতারও সুযোগ রয়েছে।' মরশুমের দ্বিতীয় পর্বে ঋতুরাজকে পেয়ে খুশি ইয়র্কশায়ারের হেড কোচ অ্যান্টনি ম্যাকগ্রা। জানান, তাঁদের ক্রিকেট ঘরানার সঙ্গে মিশে যেতে পারবেন ভারতীয় ক্রিকেটার। ব্যাটিং লাইন আপ শক্তিশালী করার পাশাপাশি, প্রয়োজনে দ্রুত রান তুলতে পারেন তিনি। জুলাইয়ে ইয়র্কশায়ার দলের সঙ্গে যোগ দেবেন ঋতুরাজ।