আজকাল ওয়েবডেস্ক: রোহিতের হাত থেকে নেতৃত্ব চলে যাওয়ার খবরে বিস্মিত হরভজন সিং। ভারতের স্কোয়াড ঘোষিত হওয়ার পরে ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে, ''শুভমান গিলকে অভিনন্দন। টেস্ট ক্রিকেটে ভাল নেতৃত্ব দিয়েছে গিল। এবার ওয়ানডে-তেও ওকে দায়িত্ব দেওয়া হল। এবার ওর কাছে নতুন চ্যালেঞ্জ। রোহিতকে সরিয়ে দেওয়া হল নেতৃত্ব থেকে। কিন্তু সাদা বলের ফরম্যাটে রোহিত সবসময়ে দুর্দান্ত রেকর্ডের অধিকারী। সত্যি বলতে কী, এই খবরে আমি বিস্মিত। অস্ট্রেলিয়ায় ওকেই নেতৃত্ব দেওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।''
হিটম্যান প্রসঙ্গে ভাজ্জি আরও বলেন, ''ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। অস্ট্রেলিয়ায় আরও একবার ওকে নেতৃত্ব দেওয়া যেত। ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দূরে। গিল আরেকটু বাদেও দায়িত্ব নিতে পারত। শুভমানের জন্য আমি খুশি কিন্তু রোহিতকে সরানোয় আমি দুঃখিত।''
আরও পড়ুন: ভারতের ট্রফি চুরি করে পাকিস্তানের জাতীয় সম্মান পাচ্ছেন নকভি, সোনার পদক দেওয়া হবে পিসিবি প্রধানকে ...
এদিকে হিটম্যানের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে তাঁর পুরনো মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে রোহিত সাংবাদিক বৈঠকে যাবতীয় জল্পনা দূরে ঠেলে দিয়ে বলেছিলেন, ''একটা কথা পরিষ্কার করে দিতে চাই। আমি অবসর নিচ্ছি না। আমি কোথাও যাচ্ছি না।'' কিন্তু নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে চলে যাওয়ায় এখন অনেকেই মনে করছেন, এবার জাতীয় দলের দরজাটাও বোধহয় বন্ধ হয়ে যাবে মুম্বইকরের জন্য। কারণ তাঁর হাতে যে নেতৃত্বের আর্মব্যান্ড আর উঠবে না এটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল।
কিন্তু রোহিতের হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হল কেন? নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর এর পিছনের কারণ দর্শিয়েছেন। তিনি বলেছেন, ''তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক একেবারে অসম্ভব ব্যাপার। পরিকল্পনা করাও অসম্ভব একপ্রকার। ওয়ানডে ফরম্যাট সব চেয়ে কম খেলা হবে। ২০২৭ বিশ্বকাপ হতে আর দুই বছর বাকি। খুব বেশি ওয়ানডে আমরা খেলব না। টি-টোয়েন্টি ফরম্যাটেই সবাই ফোকাস রাখবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। নতুন অধিনায়ককে সময় দিতে হবে।''
https://t.co/T8SDDlnVfL pic.twitter.com/Wliat5NOjr
— Devendra Pandey (@pdevendra)Tweet by @pdevendra
শুভমান গিলের হাতে এখন ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের নেতৃত্ব। টি-টোয়েন্টি ফরম্যাটে অবশ্য দেশকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।উইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। সেকেন্ড চয়েস ধ্রুব জুড়েল। অন্যদিকে, সহ-অধিনায়ক হিসেবে নাম রয়েছে শ্রেয়স আইয়ারের।
তবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধা কৃষ্ণা এবং হর্ষিত রানা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তবে টিম ইন্ডিয়ার অধিনায়ত্ব পুরোপুরি গেল রোহিত শর্মার হাত থেকে।
একদিনের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় দল। এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডও। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য বেশি পরিবর্তন নেই। যে দলকে এশিয়া কাপে খেলতে দেখা গিয়েছিল সেই দলকেই খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়াতেও। বুমরাকে একদিনের সিরিজে না দেখা গেলেও টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে।
