আজকাল ওয়েবডেস্ক: রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয় আসেনি। টাই হয়েছে ভারত–শ্রীলঙ্কা ম্যাচ। তবে এই সবকিছুকে ছাপিয়ে শিরোনামে চলে এসেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার একটি কাণ্ড।
শ্রীলঙ্কা দল তখন ব্যাট করছে। ২৯ তম ওভারের খেলা চলছিল। বল করছিলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম বলটি ছিল ইয়র্কার। যা গিয়ে লাগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দুনিথ ওয়েলালাগের পায়ে। ভারত এলবিডবলিউয়ের আবেদন করেছিল। কিন্তু কাউকেই সেরকম আত্মবিশ্বাসী লাগছিল না। আম্পায়ারও আউটের আবেদনে প্রভাবিত হননি।
রোহিত তখন সতীর্থদের জিজ্ঞাসা করতে থাকেন রিভিউ নেবেন কিনা। কিন্তু কোনও সদুত্তর পাননি। এরপরই রোহিত বলে ওঠেন, ‘কী হল? আমায় বলো। আমার দিকে তাকিয়ে কী দেখছ। সবকিছুই কি আমি করব তোদের জন্য?’ যদিও হাসতে হাসতেই রোহিত একথা বলেন।
এদিকে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তুলেছিল ২৩০। জবাবে শুরুটা দারুণ করেছিল ভারত। রোহিত করেন ৫৮। দলীয় ৭৫ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতের। কিন্তু তারপর আর সেভাবে ভাল জুটি গড়ে ওঠেনি। বিরাট (২৪), শ্রেয়স (২৩), রাহুল (৩১), অক্ষর (৩৩), দুবে (২৫) করেন। কিন্তু রোহিত ছাড়া কেউ অর্ধশতরান পাননি। ভারত অলআউট হয়ে যায় ২৩০ রানে। ১২ বছর পর ভারত–শ্রীলঙ্কা ম্যাচ হয়ে যায় টাই।
শ্রীলঙ্কা দল তখন ব্যাট করছে। ২৯ তম ওভারের খেলা চলছিল। বল করছিলেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম বলটি ছিল ইয়র্কার। যা গিয়ে লাগে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দুনিথ ওয়েলালাগের পায়ে। ভারত এলবিডবলিউয়ের আবেদন করেছিল। কিন্তু কাউকেই সেরকম আত্মবিশ্বাসী লাগছিল না। আম্পায়ারও আউটের আবেদনে প্রভাবিত হননি।
রোহিত তখন সতীর্থদের জিজ্ঞাসা করতে থাকেন রিভিউ নেবেন কিনা। কিন্তু কোনও সদুত্তর পাননি। এরপরই রোহিত বলে ওঠেন, ‘কী হল? আমায় বলো। আমার দিকে তাকিয়ে কী দেখছ। সবকিছুই কি আমি করব তোদের জন্য?’ যদিও হাসতে হাসতেই রোহিত একথা বলেন।
এদিকে, শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে তুলেছিল ২৩০। জবাবে শুরুটা দারুণ করেছিল ভারত। রোহিত করেন ৫৮। দলীয় ৭৫ রানের মাথায় প্রথম উইকেট পড়ে ভারতের। কিন্তু তারপর আর সেভাবে ভাল জুটি গড়ে ওঠেনি। বিরাট (২৪), শ্রেয়স (২৩), রাহুল (৩১), অক্ষর (৩৩), দুবে (২৫) করেন। কিন্তু রোহিত ছাড়া কেউ অর্ধশতরান পাননি। ভারত অলআউট হয়ে যায় ২৩০ রানে। ১২ বছর পর ভারত–শ্রীলঙ্কা ম্যাচ হয়ে যায় টাই।
