আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা আর কতদিন খেলবেন টেস্ট? প্রশ্ন উঠে গেছে। ঘরের মাঠে সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে তিনি রানে নেই। অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট খেলা হয়ে গেল। রান নেই। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান করে ফিরলেন। কামিন্সের বলে আউট হন তিনি। প্রথম ইনিংসেও কামিন্সের বলে ফিরে গিয়েছিলেন তিনি। টানা ব্যর্থতার জেরে রোহিত এমন একটি রেকর্ড গড়ে ফেললেন যা ভারত অধিনায়ককেও লজ্জায় ফেলে দেবে।
এই নিয়ে টেস্টে ৬ বার কামিন্সের শিকার হলেন রোহিত। টেস্টে সর্বোচ্চ ৬ বার রোহিত বিপক্ষ অধিনায়কের বলে আউট হলেন। কোনও অধিনায়ক সবচেয়ে বেশি ৬ বার টেস্টে বিপক্ষ অধিনায়কের বলে আউট হলেন।
মেলবোর্নে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনার মুখে রোহিত। এদিন অবশ্য বেশ ধৈর্য্যের সঙ্গেই খেলছিলেন রোহিত। ৯ রান করলেও খেলে ফেলেছিলেন ৪০ বল। কিন্তু গালিতে মিচেল মার্শের দুরন্ত ক্যাচে তিনি ফেরেন।
টেস্টে এর আগে টেড ডেক্সটার পাঁচ বার আউট হন রিচি বেনোর বলে। এটাই ছিল সর্বোচ্চ। আবার সুনীল গাভাসকারও পাঁচ বার আউট হয়েছিলেন ইমরান খানের বলে। এছাড়া গুলাবরাই রামচন্দ্র চার বার আউট হয়েছিলেন রিচি বেনোর বলে। ক্লাইভ লয়েডও টেস্টে চার বার কপিল দেবের বলে আউট হয়েছিলেন। আর পিটার মে চার বার আউট হয়েছিলেন রিচি বেনোর বলে।
