আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ডার–গাভাসকার ট্রফিতে খেলতে পারবেন মহম্মদ সামি?‌ স্পষ্ট করলেন অধিনায়ক রোহিত শর্মা। বুধবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত–নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে মঙ্গলবার প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রোহিত শর্মা। সেখানেই তিনি স্পষ্ট করে দেন, দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না সামি। রোহিত জানিয়েছেন, সামি এখনও পুরোপুরি সুস্থ নন। তাঁর হাঁটুতে চোট রয়েছে।


২০২৩ সালে একদিনের বিশ্বকাপের পর থেকেই চোটের কবলে সামি। যা এখনও সারেনি। রোহিত জানিয়েছেন, ‘‌অস্ট্রেলিয়া সিরিজে সামিকে ভাবা কঠিন। ওর হাঁটু ফুলে রয়েছে। যে কারণে ওর দলে ফেরা পিছিয়ে গিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চিকিৎসক এবং ফিজিওরা দেখছেন সামিকে।’‌ প্রসঙ্গত, এত দিন সামির গোড়ালিতে চোট বলে জানা গিয়েছিল। কিন্তু রোহিত জানিয়েছেন সামির হাঁটুর চোটের কথা। তবে এই চোট কবে লেগেছে তা জানা যায়নি।


আপাতত সামনে নিউজিল্যান্ড সিরিজ। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। রোহিতের কথায়, ‘‌পুরোপুরি সুস্থ হয়ে না উঠলে সামিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে রাজি নই। এখন দেখা যাক শেষ অবধি কী হয়।’‌ রোহিত আরও জুড়ে দিয়েছেন, ‘‌১০০ শতাংশ সুস্থ না হলে সামিকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আর সেটা নেওয়াও ঠিক হবে না।’‌ এরপরই তিনি জানিয়েছেন, ‘‌দীর্ঘদিন চোটের পর মাঠে এসে সেরা দেওয়াটা একজন পেসারের পক্ষে যথেষ্ট কঠিন।’‌ 


জানা গেছে এই মুহূর্তে সামিকে নিয়ে পড়ে রয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকরা। তাই সামিকে পুরো সুস্থ হয়ে ওঠার সুযোগ দিতে চায় ভারতীয় দল। রোহিতের কথায়, ‘‌ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিট হয়েই সামি জাতীয় দলে ফিরবে।’‌