আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে কানপুরের গ্রিন পার্কে হল টস। রোহিত শর্মা টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। কারণটা পরিস্কার। মেঘলা আবহাওয়ার সুযোগ নেওয়া। কানপুরেও ভারতের প্রথম একাদশে কোনও বদল নেই। অর্থাৎ সেই তিন পেসার ও দুই পেসারে খেলছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও প্রথম একাদশে রয়েছেন বাংলার আকাশ দীপ। 

 


যদি ফের বৃষ্টি না শুরু হয়, তাহলে খেলা শুরু হবে সকাল সাড়ে দশটায়। অর্থাৎ এক ঘণ্টা দেরিতে শুরু হবে খেলা। বাংলাদেশ দলে হয়েছে দুটি পরিবর্তন। তাসকিন আহমেদ ও নাভিদ রানার পরিবর্তে দলে এসেছেন তাইজুল ইসলাম ও খলিল আহমেদ। যাঁর খেলা নিয়ে ছিল জল্পনা, সেই সাকিব রয়েছেন প্রথম একাদশে। 
বৃহস্পতিবার ভারী বৃষ্টির জন্য গোটা কানপুরের গ্রিনপার্কে গোটা মাঠ ছিল ঢাকা। শুক্রবার সকালেও মাঠ ছিল ঢাকা। ফলে মাঠ শুকোতে সময় লেগেছে। কভার তোলার পর সকাল সাড়ে ন’‌টা নাগাদ মাঠ পর্যবেক্ষণ করেন। আম্পায়ারেরা। সকাল দশটায় হয় টস। আর সকাল সাড়ে দশটায় শুরু হবে খেলা।