আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ‘কোই গার্ডেন মে নাহি ঘুমেগা’ মন্তব্যটি ধরা পড়েছিল স্টাম্প মাইকে। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই মন্তব্য। হাসির রোল ওঠে নেটমাধ্যম জুড়ে।
এই ঘটনার এক বছরেরও বেশি সময় পর অবশেষে রোহিত শর্মা ফাঁস করলেন এই মন্তব্যের রহস্য। এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কেন তিনি টেস্ট ম্যাচ চলাকালীন এই কথা বলেছিলেন তাঁর সতীর্থদের উদ্দেশ্যে।
রোহিত বলেন, “ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টের সময় ওভার শেষ হওয়ার পর দেখলাম, ফিল্ডাররা হেঁটে হেঁটে যাচ্ছেন, যেন বাগানে ঘুরে বেড়ানোর মতো। আমি স্লিপে দাঁড়িয়ে ছিলাম, দু'দিক থেকেই স্পিনাররা বোলিং করছিলেন। ম্যাচটা আমাদের জিততেই হত।'
ভারত অধিনায়কের কথায়, 'আমি আগেই ছেলেদের বলেছিলাম, বাড়তি চেষ্টা করতে হবে। কিন্তু মাঠে তাদের কোনও হেলদোল দেখতে পাইনি। এভাবেই দু-তিন ওভার এমন চলার পর আমি দেখলাম এভাবে চলতে পারে না। ক্রিকেট এভাবে খেলা যায় না। একটা বড় পার্টনারশিপ গড়ে উঠছিল, আমি একটা উইকেট পাওয়ার জন্য মরিয়া ছিলাম। তখনই আমি বলেছিলাম কেউ যেন বাগানে ঘুরে বেড়ানোর মতো আচরণ না করে।'
রোহিতের সেই মন্তব্যেই যেন চাঙ্গা হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া। ভারত শেষ পর্যন্ত সেই টেস্ট ম্যাচ ১০৬ রানে জিতে নেয় এবং পাঁচ ম্যাচের সিরিজ ১-১ ফলে সমতায় ফেরায়।
