আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর মুখে। তার একদিন আগে একটি নতুন বিতর্ক উঠে এল। ২০০০ সালের পর ভারত, ইংল্যান্ড দল মিলিয়ে সেরা একাদশ বাছতে বলা হয়েছিল। নিজের পছন্দের দল বেছে নিলেন নাসের হুসেন। যা কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর দলে নেই রোহিত শর্মা। মিলিত একাদশে রেখেছেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং জো রুটকে। তবে ওপেনিংয়ে রাখেন বীরেন্দ্র শেহবাগ এবং অ্যালেস্টার কুককে। নাসির হোসেন বলেন, 'শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং জো রুটকে বাদ দেওয়া যাবে না। আমি রোহিত শর্মাকে পছন্দ করি। কিন্তু বীরেন্দ্র শেহবাগকে এগিয়ে রাখতে হবে। ও এবং কুকের কম্বিনেশন দারুণ হবে।' এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রোহিতের বাদ পড়া নিয়ে প্রশ্ন উঠছে। 

আসন্ন সিরিজে ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন প্রাক্তন অধিনায়ক। তিনি মনে করেন, ৩-১ এ সিরিজ জিতবে ইংল্যান্ড। ঘরের মাঠে খেলার সুবিধার পাশাপাশি বিরাট এবং রোহিতের না থাকাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। নাসির হোসেন বলেন, 'ভারত এই দু'জনের অভিজ্ঞতা মিস করবে। ইংল্যান্ডের হোম ফর্ম এবং বোলিং আক্রমণ পার্থক্য গড়ে দিতে পারে।' ইংল্যান্ডকে এগিয়ে রাখেন গ্রেম সোয়ানও। তিনি মনে করেন, ৪-১ এ সিরিজ জিতবে ইংল্যান্ড।