আজকাল ওয়েবডেস্ক: খুব শীঘ্রই শুভমান গিলের হাতে উঠবে তিন ফরম্যাটের নেতৃত্ব। অস্ট্রেলিয়া সফরের দলগঠনের পরে ক্রিকেটবিশেষজ্ঞরা মনে করছেন, গিলকেই হয়তো তিনটি ফরম্যাটের ক্যাপ্টেন করা হবে। কিন্তু প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা মনে করেন তিন ফরম্যাটের নেতৃত্ব গিলের হাতে উঠতে সময় লাগবে।

শুভমান গিল এখন টেস্ট ও ওয়ানডে দলের ক্যাপ্টেন। টি-টোয়েন্টি ফরম্যাটের নেতা সূর্যকুমার যাদব। অচিরেই কি সূর্যকে সরিয়ে টি-টোয়েন্টির নেতা করা হবে গিলকে? উথাপ্পা বলছেন অন্য কথা, ''ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেটের জন্য দুর্দান্ত পছন্দ গিল। সেটা ও ইতিমধ্যেই প্রমাণ করেছে। ওয়ানডে ফরম্যাটে ওর পরিসংখ্যান ভাল। আমার মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য শ্রেয়স আইয়ার ভাল অধিনায়ক হবে। ক্ষুদ্রতম ফরম্যাটে শুভমান গিলকে আগে নিজের জায়গা পাকা করতে হবে।'' 

আরও পড়ুন:  মাঠে ফিরছেন পন্থ, কোন ট্রফি দিয়ে কামব্যাক করছেন তারকা ক্রিকেটার?...

উথাপ্পা মনে করেন, এশিয়া কাপে শুভমান গিল ভাল পারফর্ম করতে পারেননি। দ্বিতীয় ওপেনার হিসেবে লড়াই হতে পারে সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালের মধ্যে। 

উথাপ্পা মনে করছেন এখনই তিন ফরম্যাটের দায়িত্ব হয়তো গিলের হাতে উঠবে না। টেস্ট ও ওয়ানডের নেতৃত্ব গিলের হাতে তুলে দেওয়া হলেও, টি-টোয়েন্টি ফরম্যাটে গিলকে আগে নিজের স্থান পাকা করতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি একথা বললেও, ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব গিলকে দেওয়ায় নির্বাচকদের পাশে দাঁড়াচ্ছেন উথাপ্পা। 

২০২৭ বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স হবে চল্লিশ। সেই বয়সে ফর্ম ও ফিটনেস ধরে রাখা কঠিন। উত্থাপ্পা সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে বলেন, ''বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স হবে ৪১। ফলে দল নির্বাচনের সময়ে এই ব্যাপারটা মাথায় রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় যা হয়েছিল, সেই পরিস্থিতি যাতে না হয়, সেই দিকে তাকিয়েই দল নির্বাচন করা হয়েছে বলে মনে হচ্ছে।'' 
২০২৭ বিশ্বকাপের জন্য বিরাট কোহলি ও রোহিত শর্মাকে পরামর্শ দিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। 

ওয়ানডে ফরম্যাটেই এখন কেবল খেলেন রোহিত। সেই ফরম্যাটে দেশকে আর নেতৃত্ব দেবেন না তিনি। কিংবদন্তি সুনীল গাভাসকর ভারতের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য পরামর্শ দিয়ে বলছেন, ''এই দু'জন বিজয় হাজারে ট্রফিতে খেলুক। যদি কোনও আন্তর্জাতিক ওয়ানডে টুর্নামেন্টের সঙ্গে সূচি না মেলে তাহলে ওরা বিজয় হাজারে ট্রফিতেই খেলুক। এটাই একমাত্র উপায় নিজেকে ফিট রাখা ও ম্যাচ প্র্যাকটিসের জন্য।'' 
রোহিতের নেতৃত্ব যে টলমল তা বোঝাই গিয়েছিল। অনেকেই দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে তাঁর হাতে উঠবে না নেতৃত্বের আর্মব্যান্ড। শনিবার সেটাই হল। দল ঘোষণা হয়ে গেল অস্ট্রেলিয়া সিরিজের। বিদেশের মাটিতে এই সিরিজ থেকেই শুভমান গিল হচ্ছেন ওয়ানডে-র নতুন অধিনায়ক। 

আরও পড়ুন: '২০২৭ বিশ্বকাপের সময়ে রোহিত ৪১ হবে', ওয়ানডে-তে নেতা পরিবর্তনের পক্ষে প্রাক্তন তারকা