আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ড পেসার ক্রিস ওকসের বলে চোট পেয়েছিলেন পায়ের পাতায়। ফলে ওভাল টেস্ট থেকে ছিটকে যান টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। দেশে ফিরে আসেন। চিকিৎসকরা অন্তত ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন ঋষভকে। ফলে এশিয়া কাপ তিনি খেলবেন কিনা তা নিশ্চিত নয়। 


অক্টোবরের ২ তারিখ থেকে দেশের মাটিতে শুরু হতে চলেছে দুই টেস্টের সিরিজ। সেটাই এখন ঋষভের পাখির চোখ। 

 

আরও পড়ুন:‌ নাটকীয় ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি


এটা ঘটনা ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে সহ অধিনায়ক ছিলেন পন্থ। তাই দায়িত্বটাও অনেক বেশি ছিল। ফলে ভাঙা পা নিয়েই ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যাট করতে নেমেছিলেন। এবং অর্ধশতরান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাট করতে নামার প্রয়োজন হয়নি।

 
এদিকে, ঠিক কবে মাঠে ফিরতে পারবেন পন্থ, নিশ্চয়তা নেই। মাসখানেকও লাগতে পারে। তবে রিহ্যাব পর্ব একেবারেই বোরিং করতে রাজী নন পন্থ। তেমনই একটা ভিডিও ছেড়েছেন পন্থ।


সেই ভিডিওয় দেখা গেছে, ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক পিৎজা বানাতে ব্যস্ত। একদম পাকা শেফ হয়ে উঠেছেন। মজার ভিডিও পোস্ট করে পন্থ লিখেছেন, ‘বাড়িতে তো কিছু করি না, এখানে পিৎজা বানাচ্ছি।’ সঙ্গে ইতালিয়ান ভাষায় লেখা। তবে মানসিক ভাবে যে তরতাজা রয়েছেন ঋষভ, সেটাই যেন বোঝাতে চেয়েছেন। হয়তো মাসখানেক পর প্রস্তুতিও শুরু করতে দেখা যাবে! কিংবা তার আগেই।

এদিকে, জসপ্রীত বুমরা পুরোপুরি সুস্থ। এশিয়া কাপ খেলতে প্রস্তুত টিম ইন্ডিয়ার সেরা পেসার। যদিও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ম্যাচেই বুমরাকে খেলানো হবে। সেই ইঙ্গিত দেওয়া হয়েছে বিসিসিআই সূত্রে।


৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর রয়েছে হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচ। রেভস্পোর্টজের প্রতিবেদন অনুযায়ী, বুমরা এখন পুরোপুরি সুস্থ। দল চাইলে নিতেই পারে বুমরাকে। তবে বুমরার ওয়ার্কলোডের দিকে কড়া নজর রাখা হচ্ছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলে থাকলেও সম্ভবত গ্রুপে একটিই ম্যাচ খেলবেন বুমরা। আর সেটি পাকিস্তান ম্যাচ।


যেহেতু এশিয়া কাপ এবার টি২০ ফর্ম্যাটে হবে, তাই মাত্র চার ওভার বল করতে হবে বুমরাকে। টেস্টের তুলনায় যা কিছুই নয়। প্রতিবেদনে বলা হয়েছে, বুমরা খেললে শুধু পাকিস্তান ম্যাচই খেলবেন। বিশ্রাম দেওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচে। এছাড়া বোলিং ব্রিগেডে থাকবেন অর্শদীপ সিং, হর্ষিত রানা। পেসার অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া।

এদিকে শ্রেয়স আইয়ারও সুস্থ হয়ে উঠেছেন। এশিয়া কাপের দলে তিনি থাকতে পারেন। হার্দিকও সুস্থ। তবে অধিনায়ক সূর্য এখনও পুরো ফিট নন। স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচারের পর তিনি বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছেন। তবে আশা তিনি টুর্নামেন্টের আগে সুস্থ হয়ে যাবেন। এখনও সময় আছে হাতে।

এদিকে শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়ত নামতে পারবেন না জসপ্রীত বুমরা। অক্টোবরের ২ থেকে ৬ পর্যন্ত চলবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে অনিশ্চিত এই চ্যাম্পিয়ন বোলার।