আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই হয়ত টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তন হতে চলেছে ঋষভ পন্থের। ইংল্যান্ডে চতুর্থ টেস্টে চোট পাওয়ার পর থেকেই তিনি দলের বাইরে। এতদিন চিকিৎসা চলছিল। সুস্থ হয়ে এখন অনুশীলন শুরু করেছেন। আর তাই দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন তিনি। তাঁকেই অধিনায়ক করা হয়েছে। দলে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে জায়গা পাননি মহম্মদ সামি। এর ফলে বোঝাই যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সিরিজেও নেওয়া হবে না তাঁকে।
বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। প্রথম ম্যাচ শুরু ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর। তার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ভারতের। প্রথম টেস্ট হবে কলকাতায়। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে। সেই সিরিজের আগে ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন নির্বাচকরা।
দু’টি ম্যাচেই পন্থ অধিনায়ক। ২৭ জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। চোট সারিয়ে ৯৫ দিন পর আবার খেলতে দেখা যাবে তাঁকে। দু’টি ম্যাচেই সহ–অধিনায়ক সাই সুদর্শন। লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজরা দ্বিতীয় ম্যাচে খেলবেন। বাংলার অভিমন্যু ও আকাশদীপকেও দ্বিতীয় ম্যাচের দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচের দলে রয়েছেন অংশুল কম্বোজ, মানব সুথারেরা।
এদিকে, সামি বাংলার হয়ে রঞ্জি খেললেও তাঁর কথা ভাবছেন না নির্বাচকরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ভাল বল করলেও। যা পরিস্থিতি, তাতে হয়ত ভারতীয় জার্সিতে সামির খেলার সম্ভাবনা আর প্রায় নেই।
প্রথম ম্যাচে ভারত ‘এ’ দল: ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ–অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাডিক্কাল, রজত পতিদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।
দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দল: ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।
