আজকাল ওয়েবডেস্ক: দিল্লি ক্যাপিটালস তাঁকে রাখেনি। কিন্তু আইপিএলে দেখা যাবে কোচ রিকি পন্টিংকে। এবার পাঞ্জাব কিংসের হেড কোচের দায়িত্ব পেলেন প্রাক্তন অসি অধিনায়ক। ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত হলেন তিনি। প্রসঙ্গত, দিল্লি ফ্রাঞ্চাইজির সঙ্গে সাত বছর যুক্ত ছিলেন পন্টিং। আইপিএলের একটি সূত্র জানিয়েছে, ‘পাঞ্জাবের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে পন্টিংয়ের। দল তৈরির জন্য অনেকটা সময় পাবে পন্টিং। দলের সাপোর্ট স্টাফদের বেছে নেবেন পন্টিং।’
অতীতে মুম্বই ইন্ডিয়ান্সের কোচও ছিলেন পন্টিং। আর তাঁর কোচিংয়ে ২০২০ আইপিএলের ফাইনালে উঠেছিল দিল্লি। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি।
এটা ঘটনা, একবারও আইপিএল জিততে পারেনি পাঞ্জাব। ২০০৮ থেকে আইপিএলে রয়েছে পাঞ্জাব। মাত্র একবারই ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ফাইনালে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে। তারপর থেকে দল ভাল তৈরি করলেও কোনও না কোনও অজ্ঞাত কারণে তারা চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, ফাইনালেও উঠতে পারেনি। এমনকী প্লে–অফের দরজাও খোলেনি তাদের জন্য। এই পরিস্থিতিতে ট্রেভর বেলিস গত দু’বছর কোচ ছিলেন। কিন্তু সাফল্য আসেনি। এই মুহূর্তে দলের অধিনায়ক শিখর ধাওয়ান। ভাগ্য বদলাতে দায়িত্ব দেওয়া হল পন্টিংকে।
দলে এবার রয়েছেন অর্শদীপ সিং, রাবাডা, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জনি বেয়ারস্টোর মতো তারকারা। এবার ভাগ্য বদলাবে?
