আজকাল ওয়েবডেস্ক: এমসিজিতে কি অবসরের ইঙ্গিত দিয়ে ফেললেন রোহিত শর্মা? তেমনই মনে করছেন জাস্টিন ল্যাঙ্গার। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনে আবেগপ্রবণ হয়ে পড়েন রোহিত। শরীরীভাষায় বুঝিয়ে দেন, দিন ঘনিয়ে আসছে। ল্যাঙ্গার জানান, অকারণেই চতুর্থ টেস্টের পঞ্চম দিন মাঠে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন ভারত অধিনায়ক। যা অবসরের ইঙ্গিত বয়ে আনছে। পাশাপাশি তিনি মনে করেন, রোহিত ক্লান্ত হয়ে পড়েছে। ল্যাঙ্গার বলেন, 'রোহিতকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। মাঠে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। রোহিতকে এইভাবে দেখে আমরা অভ্যস্ত নয়। ও সাধারণত শান্ত স্বভাবের, নির্বিকার থাকে। কিন্তু সেদিন আবেগ চেপে রাখতে পারেনি। ওকে ক্লান্ত দেখায়। ক্রিকেটার হিসেবে একটানা রান না পেলে সেটা মনের মধ্যে ঢুকে যায়। তারওপর অধিনায়ক হিসেবে রান না পেলে, এবং দল হারলে চাপের ছাপ পড়ে। সিডনিতে রানে ফেরা বড় চ্যালেঞ্জ। তবে সিডনিতে ভারতের ওকে দরকার।'
মেলবোর্নে ভারতের হারের পর রোহিতের অবসরের জল্পনা আরও জোরালো হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্রের অঙ্ক আরও জটিল হয়েছে। পাশাপাশি রোহিতের ফর্ম তাঁকে প্রথম একাদশে রাখা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে হয়তো সিডনি টেস্টই তারকা ক্রিকেটারের লাল বলের ক্রিকেটে শেষ কয়েকদিন। তবে বিরাট কোহলির ক্ষেত্রে এমন মনে করছেন না জাস্টিন ল্যাঙ্গার। তাঁর মতে, আরও কয়েকবছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারেন তারকা ক্রিকেটার। এই প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন, 'বিরাটের বিষয়ে আমি রবি শাস্ত্রীর সঙ্গে একমত। প্রথম ইনিংসে ওকে ভাল দেখায়। হয়তো যশস্বীর রান আউট ওর ওপর প্রভাব ফেলে। তবে ওকে এইভাবে আউট হতে দেখে আমরা অবাক। ও এখনও অসাধারণ প্লেয়ার। শারীরিকভাবে ফিট এবং তরতাজা। প্রত্যেক ভারতীয় ওর রানে ফেরার অপেক্ষায়।' শুক্রবার থেকে শুরু হবে সিডনি টেস্ট।
