আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআইও বয়কট করছে ভারত–পাকিস্তান ম্যাচ। রবিবার দুবাইয়ে ভারত–পাক মহারণ। দুবাই স্টেডিয়ামে হবে ম্যাচ। কিন্তু বোর্ডের আধিকারিকরা সেই ম্যাচে উপস্থিত থাকছেন না বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
ভারত এবার এশিয়া কাপের আয়োজক। কিন্তু পহেলগাঁও হামলা ও অপারেশন ‘সিঁদুর’ এর পর দুই দেশই আর পরস্পরের দেশে খেলতে যেতে রাজি নয়। সেই কারণের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখনও অবধি নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) কোনও কর্তা দুবাই পৌঁছননি। শোনা যাচ্ছে, বোর্ডের নাকি মাত্র এক জনই আধিকারিক রবিবার স্টেডিয়ামে উপস্থিত থাকবেন।
এটা ঘটনা, ভারতের অধিকাংশ সমর্থকই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ইচ্ছুক নন। কিছুদিন আগেই লেজেন্ডস লিগে ভারতীয় লেজেন্ডসরা পাক লেজেন্ডসদের বিরুদ্ধে খেলতে চায়নি। যা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল।
আরও পড়ুন: পাক ম্যাচের আগে নয়া ফিটনেস পরীক্ষা দিলেন গিল, হার্দিকরা! পাশ করলেন কারা কারা জানুন
তবে এটা ঘটনা গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত–পাক ম্যাচে কিন্তু বিসিসিআইয়ের অধিকাংশ আধিকারিক ও অন্যান্য রাজ্য সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন। সেবারও ম্যাচ হয়েছিল দুবাইয়ে। কিন্তু এবার এখনও অবধি সেরকম কোনও খবর নেই যে বোর্ড কর্তারা দুবাই যাচ্ছেন।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য হিসেবে রাজীব শুক্লা স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন। তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কিংবা বা বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়ার উপস্থিত থাকার সম্ভাবনা খুব কম।
এদিকে, পাক ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে টিম ইন্ডিয়া। রবিবারের ম্যাচের আগে ভারতীয় দলের ফিল্ডিং অনুশীলনে দেখা গেল আর এক নয়া পরীক্ষা। শুক্রবার ফিল্ডিং কোচ টি দিলীপের অধীনে সেই নতুন পরীক্ষা দিলেন হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শুভমান গিলরা। যা অনেকটা ফুটবলের গোলকিপারের অনুশীলনের মতো।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি ভাজ্জি? জল্পনা তুঙ্গে...
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এক নতুন পরীক্ষা শুরু করেছে টিম ইন্ডিয়া। যেখানে ছোট গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররা। আর সামনে থেকে তাঁদের দিকে বল ছুড়ছেন টি দিলীপ। ক্রিকেটারদের কাজ হবে বল যেন কোনওভাবেই পিছনের গোলপোস্টের জালে না জড়ায়। সেই ক্যাচ ধরার অনুশীলন চলছে নতুন বলে। যা খুব দ্রুত গতির হয়।
প্রত্যেক ক্রিকেটারকে লক্ষ্য করে দুটো সেটে পাঁচবার বল ছোড়া হচ্ছিল। শুরুতে আসেন হার্দিক পাণ্ডিয়া। তিনি যথেষ্ট ভাল পারফর্ম করেন। শরীর ছুড়ে চারটি ক্যাচ ধরেন গিলও। প্রথম সেটে ভালভাবে ক্যাচ ধরতে পারেননি রিঙ্কু। দ্বিতীয় সেটে সেরা ছন্দে ছিলেন তিনি। কিন্তু আচমকা কেন এই পরীক্ষা? হার্দিকের উত্তর, ‘যদি আমাকে ড্রাইভ মারতে হয়, তাহলে বুঝতে হবে আমি ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছতে পারছি কি না।’ অভিষেক শর্মা, তিলক বর্মারাও এই পরীক্ষায় বেশ ভালভাবেই উত্তীর্ণ হয়েছেন। ক্রিকেটারদের তিন ভাগ করে এই পরীক্ষা করা হয় বলে জানা গেছে।
