আজকাল ওয়েবডেস্ক: স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কায় গতকাল খবর প্রকাশিত হয়েছিল ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে রয়েছে কার্লো অ্যানচেলোত্তির নাম। 
সবাই ধরেই নিয়েছিলেন অ্যানচেলোত্তির ব্রাজিলের কোচ হওয়া প্রায় পাকা। কিন্তু শেষ মুহূর্তে ভেস্তে গেল তা। ইতালিয়ান কোচকে নিয়ে এখন শোনা যাচ্ছে অন্য খবর।  
রিয়ালের সঙ্গে অ্যানচেলোত্তির চুক্তি ২০২৬ সাল পর্যন্ত। চুক্তি শেষ হওয়ার আগে রিয়াল যদি  তাঁকে ছেড়ে দিত, তাহলে ক্ষতিপূরণ হিসেবে চুক্তির সমপরিমাণ অর্থ দিতে হতো কোচকে। তার আগেই কোচ ব্রাজিলের প্রস্তাবে সম্মতি দিয়ে দেন। 

রিয়ালের চুক্তির মেয়াদের মধ্যেই ব্রাজিলের কোচ হয়ে যাওয়ায় অ্যানচেলোত্তিকে সেই অর্থ দিতে আর রাজি হননি রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ফলে অ্যানচেলোত্তি ছেড়ে দেন ব্রাজিলের চাকরি। রিয়ালের ডাগ আউটেই দেখা যাবে তাঁকে। 

ইতালীয় কোচ এখনও পর্যন্ত ট্রফি দিতে পারেননি রিয়ালকে। যদিও লা লিগায় এখনও একটা আশা রয়েছে রিয়ালের। অ্যানচেলোত্তি কি রিয়ালকে ট্রফি দিতে পারবেন এই মরশুমে? সময় এর উত্তর দেবে।