আজকাল ওয়েবডেস্ক: দীনেশ কার্তিক অবসর গ্রহণ করেছেন। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একজন উইকেট কিপার-ব্যাটার দরকার। তবে কি লোকেশ রাহুলের নতুন ঠিকানা হতে চলেছে আরসিবি? একদিন আরসিবি-তেই লোকেশ রাহুলের আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল। কেএল-কে নিয়ে জল্পনা বাড়ছে দেশের ক্রিকেটমহলে। তার পিছনে অবশ্য রয়েছে একটি আরসিবি-র পোস্ট করা একটি ভিডিও।
সেই ভিডিওতে দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আরসিবি-র নন। এমন পোস্টের পরই ক্রিকেটমহলে ছড়াতে শুরু করেছে প্রশ্ন, তবে কি লোকেশ রাহুল বেঙ্গালুরুতে ফিরছেন আবার?
নিলামের আগে তো কোনও ক্রিকেটারকে নেওয়া সম্ভব নয়। তবে নিলামের সময়ে লোকেশ রাহুলকে দলে নেওয়ার জন্য যে চেষ্টা করবে আরসিবি, সেই ইঙ্গিত মিলেছে এই ভিডিও পোস্ট থেকে। লখনউ যে ছেড়ে দেবে লোকেশ রাহুলকে, তা দিনের আলোর মতো পরিষ্কার। আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হচ্ছেন নিকোলাস পুরান। লখনউ সুপার জায়ান্টস লোকেশ রাহুলকে নিয়ে সন্তুষ্ট নয়।
মাস দেড়েক আগে ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসেন রাহুল। তারপরই জানা গিয়েছিল, পরের আইপিএলে অধিনায়ক হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে দলের মূল্যবান ক্রিকেটার হিসেবে রিটেন করা হবে। সম্প্রতি জানা গিয়েছে, রিটেনশন ডেডলাইনের আগে কর্তাদের বিশ্বাস আদায় করতে ব্যর্থ তারকা ক্রিকেটার। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এলএসজির মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার গত আইপিএলে দলের হারে রাহুলের ভূমিকা নিয়ে কাটাছেঁড়া করে। তাঁরা আবিষ্কার করেছে, রাহুল একাধিক বল খেলায় দলের জয়ের সম্ভাবনা কমেছে।
ফ্র্যাঞ্চাইজির একটি সুত্র জানায়, 'এলএসজি ম্যানেজমেন্ট, মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার ওর গত আইপিএলের পরিসংখ্যান খতিয়ে দেখেছে। দেখা গিয়েছে, যেসব ম্যাচে রাহুল বেশিক্ষণ ক্রিজে ছিল, এবং রান পেয়েছে, বেশিরভাগ ম্যাচে হেরেছে দল। সেটা থেকেই স্পষ্ট যে ওর স্ট্রাইক রেট খেলার মোমেন্টামের সঙ্গে মানানসই নয়। ফলে লোকেশ রাহুল যে নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন না, সে কথা বলা যাচ্ছে না। তবে কেএল রাহুলের ফেরার সম্ভাবনা প্রবল, এ কথা বলাই যায় আরসিবি-র ভিডিও পোস্টের পরে।
