আজকাল ওয়েবডেস্ক:‌ শুভমন গিলের নেতৃত্ব দিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী। এটা ঘটনা ম্যাঞ্চেস্টার টেস্টে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। সবে তিন দিন খেলা হয়েছে। ইংল্যান্ড এখনই ১৮৬ রানে এগিয়ে রয়েছে। দল নির্বাচন থেকে শুরু করে নেতৃত্ব–প্রশ্নের মুখে পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এবার একযোগে ভারতীয় দলের কোচ এবং অধিনায়ককে বিঁধলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, গিলের বোধোদয় হয়েছে ২৪ ঘণ্টা পর। তাছাড়া ড্রেসিংরুম থেকে যতটা সাহায্য পাওয়ার কথা ছিল সেটাও তিনি পাননি।


ভারতের বোলিং তো নির্বিষ একেবারেই ম্যাঞ্চেস্টারে। বুমরাও দাগ কাটতে পারেননি। তার উপর দলের ভ্রান্ত রণকৌশলকেও এই অবস্থার জন্য দায়ী করেছেন শাস্ত্রী। তাঁর বক্তব্য, আগের ম্যাচে ভাল পারফর্ম করা ওয়াশিংটন সুন্দরকে এত দেরিতে বল করানো কেন? তাছাড়া নতুন বলে কেন অংশুল কম্বোজ?‌ সিরাজের মতো সিনিয়র ক্রিকেটারকে কেন নতুন বল দেওয়া হল না? এই প্রশ্ন তুলেছেন শাস্ত্রী।


শাস্ত্রীর কথায়, ‘‌আগের ম্যাচে চার উইকেট পেল একজন। তাঁকে আনা হল ৬৭, ৬৯ নম্বর ওভারে। এতে ওই বোলারের কাছে কী বার্তা যাচ্ছে? ও তো ভাববে আমি চার উইকেট পেয়েছি, আমার ৩০, ৩৫ ওভারের মধ্যে বল করার কথা। আর তুমি আমাকে ৬৯ ওভারে বল করাচ্ছ! তাও ও বল করতে এসেই দুই উইকেট পেয়ে গেল। আমার মনে হয় কৌশলগত ভাবে আমরা ভুল করে ফেলেছি।’‌ প্রাক্তন ভারতীয় হেড কোচের কথায়, ‘‌অংশুল কম্বোজ, যে কিনা নিজের প্রথম টেস্ট খেলছে তাঁকে নতুন বল না দিয়ে সেটা দেওয়ার দরকার ছিল সিরাজকে। তাছাড়া যে বাউন্সার দেওয়ার কৌশল ভারত তৃতীয় দিন নিল সেটা দ্বিতীয় দিন নেওয়া উচিত ছিল। ২৪ ঘণ্টা পর বোধোদয় হল।’‌ 

 

আরও পড়ুন:‌ ৩৭ বলে শতরান অস্ট্রেলিয়ান ব্যাটারের, রোহিতের বিশ্বরেকর্ড একটুর জন্য রয়ে গেল অক্ষত


যদিও শাস্ত্রী মনে করেন, গিল যে ভুলগুলি করছেন সেটা শুধরে নেওয়ার সুযোগ আছে। কিন্তু ড্রেসিংরুম থেকে যে সাহায্যটা তাঁর পাওয়ার কথা, সেটা পাচ্ছেন না। প্রাক্তন কোচের কথায়, ‘‌এই ভুলগুলো ড্রেসিংরুম থেকে শুধরে দিতে হয়। আমার সময় কোহলির ক্ষেত্রেও মাঝে মাঝে করতে হত। ও অতিমাত্রায় আগ্রাসী ছিল। ভাবত প্রতি সেশনে পাঁচ উইকেট করে পড়বে। কিন্তু সেটা হয় না। ওকে বোঝাতে হত।’‌ প্রাক্তন কোচ বলছেন, গিলের ক্ষেত্রেও তাই। এই সময় ড্রেসিংরুমের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। অন্তত প্রথম দেড় বছর গিলকে আরও সাহায্য করতে হবে। শাস্ত্রীর ইঙ্গিতটা যে গম্ভীরের দিকে তা বোঝাই যায়। 

এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড তুলে ফেলেছে ৫৪৪ রান। পড়েছে সাত উইকেট। এখনই ১৮৬ রানে এগিয়ে ইংরেজরা। জো রুট করেন ১৫০। অধিনায়ক বেন স্টোকস ৭৭ রানে ব্যাট করছেন। যা পরিস্থিতি এখান থেকে ভারতের ড্র‌য়ের দিকেই ঝোঁকা উচিত। কিন্তু তার জন্য ব্যাটিংটা ভাল করতে হবে। তবে এটাও মানতে হবে ভারতের বোলিং ভাল হয়নি।