আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্টে গ্যালারিতে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন গ্যালারিতে দেখা গিয়েছে বিরাট পত্নীকে। আর তৃতীয় দিন শতরান করার পরেই স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন (ফ্লাইং কিস) ছুঁড়ে দেন বিরাট। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেশের প্রাক্তন ক্রিকেটার ও হেড কোচ রবি শাস্ত্রী ২০১৫ সালের স্মৃতি রোমন্থন করেছেন। সেবারও ভারত গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। তখন কোহলির বান্ধবী ছিলেন অনুষ্কা। বিরাট তখন কোচ শাস্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন, বান্ধবীকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম ছিল ক্রিকেটারদের স্ত্রী ছাড়া কেউ যেতে পারবেন না। কিন্তু কোচ শাস্ত্রী বোর্ডের কাছ থেকে স্পেশাল পারমিশন আদায় করেছিলেন বিরাটের জন্য। তারপরই অনুষ্কাকে নিয়ে বিরাট উড়ে যান অস্ট্রেলিয়ায়।
শাস্ত্রী বলেছেন, ‘বোর্ডকে গোটা পরিস্থিতিটা বোঝাতে হয়েছিল। বিসিসিআই বিষয়টি বুঝতে পেরেছিল। এবং অনুষ্কাকে বিরাটের সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছিল।
সেবার বক্সিং ডে টেস্টে ১৬৯ রান করেছিলেন বিরাট। সেবার শতরানের পর গ্যালারিতে থাকা বান্ধবী অনুষ্কাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিলেন বিরাট। দশ বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার অবশ্য স্ত্রী অনুষ্কার জন্য। শাস্ত্রী বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সাতটা শতরান। বাউন্সি উইকেটে কাজটা মোটেই সহজ নয়। এই টেম্পারামেন্ট অস্ট্রেলিয়ার মাটিতে আর কোনও ভারতীয় ব্যাটার দেখাতে পেরেছে কিনা সন্দেহ।
