আজকাল ওয়েবডেস্ক: এক ওভারে ছয় ছক্কা। হংকং সিক্সেস টুর্নামেন্টে এমনই কীর্তি স্থাপন করলেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার রবি বোপারা। রবিন উথাপ্পার ভারতের বিরুদ্ধে এই রেকর্ড করলেন তিনি। শুধু তাই নয়, খোদ বিপক্ষের দলের নেতার ওভারেকেই বেছে নেন রবি। পরপর হাঁকান ছটি ওভার বাউন্ডারি। এক ওভারে ৩৭ রান দেন উথাপ্পা। ছয় বলে ছক্কার পাশাপাশি একটি ওয়াইড বলও হয়। মাত্র ১৪ বলে অর্ধশতরানে পৌঁছে যান বোপারা। প্রথম পাঁচ বলে পরপর পাঁচটি ছক্কা হাঁকান। ষষ্ঠ বল ওয়াইড। ওভারের সপ্তম বলে আবার ছক্কা হাঁকান। উথাপ্পার ওভারে মোট ৩৭ রান নেন। তাঁর এই ব্যাটিং সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। নেটমাধ্যমে ভিডিও ঘুরছে। অবসরপ্রাপ্ত একজন ক্রিকেটারের এই তাণ্ডব দেখে উত্তেজিত নেটিজেনরা।
এখানেই শেষ নয়। পরের ওভারে শাহবাজ নাদিমের বলেও বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান বোপারা। টানা সপ্তম বলেও ছয় মারেন। ১৪ বলে ৫৩ রান করার পর রিটায়ার করেন। মারকুটে ইনিংসে ছিল ৮টি ছয়। ইংল্যান্ডের অধিনায়ককে যোগ্য সঙ্গত দেন সমিত প্যাটেল। ১৮ বলে ৫১ রান করেন তিনি। দু'জনের দাপটে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ইংল্যান্ড। উথাপ্পার দল চেষ্টা করেও জয়সূচক রানে পৌঁছতে পারেনি। ৬ উইকেট হারিয়ে ১০৫ রানে থামে ভারত। হার ১৫ রানে। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে হার্শলে গিবস, যুবরাজ সিং, কাইরন পোলার্ডের। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এই নজির গড়েন গিবস। একই বছর টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড করেন যুবরাজ সিং। স্টুয়ার্ট ব্রডের ওভারে নজির গড়েন ভারতীয় তারকা।
