আজকাল ওয়েবডেস্ক: লিওনেল মেসি ম্রিয়মান! এমন দৃশ্যের সঙ্গে কি পরিচিত বিশ্ব ফুটবল? সচরাচর এই দৃশ্য দেখা যায় না ফুটবলমাঠে। কিন্তু ইন্টার মায়ামি ও সান হোসে আর্থকোয়েক্সের ম্যাচে এমন দৃশ্যই দেখা গিয়েছে। মেসি খেললেন কিন্তু তিনি যে তাঁর ছায়া। গোল করতে পারেলন না। গোলের গন্ধ মাখা পাস বাড়ানো নেই। মেসির বিখ্যাত ড্রিবলিংয়েরও দেখা নেই। মাঠে বিরল একটা দিন গেল লিওনেল মেসির। যদিও ম্যাচটা শেষ হল ৩-৩ গোলে। ছ' গোল বর্ষিত হল। কিন্তু মেসির নামের পাশে নেই একটি গোলও।
অথচ ম্যাচে মশলার যাবতীয় উপকরণ কম ছিল না। ৩৫ সেকেন্ডের মধ্যে গোল করে এগিয়ে গিয়েছিল মায়ামি। জর্ডি আলবার ক্রস থেকে হেডে গোল করেন মিয়ামির উরুগুয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলানো ফ্যালকন।
সান হোসে সমতা ফেরায় খেলার ৩ মিনিটে। তবে এই গোলের পিছনে ইন্টার মায়ামির গোলকিপার অস্কার উস্তারির ভুল ছিল। সেই ভুলের সুযোগ নিয়ে ক্রিশ্চিয়ান আরাঙ্গো সমতা ফেরান।
৩৭ মিনিটে লেরক্সের গোলে এগিয়ে যায় সান হোসে। বিরতির ঠিক আগে ইন্টার মায়ামির হয়ে সমতা ফেরান তাদেও আয়েন্দে। প্রথমার্ধের অ্যাডেড টাইমে ইয়ান হার্কস ফের এগিয়ে যায় সান হোসে। দ্বিতীয়ার্ধে তাদেও আয়েন্দে ফের সমতা ফেরান মায়ামির হয়ে। এরপরে আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোল আর হয়নি। এই ড্রয়ের পর ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামি পঞ্চম স্থানে।
